প্রধানমন্ত্রীরদপ্তর
সেনা দিবসে ভারতীয় সেনা বাহিনীর শৌর্যকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
15 JAN 2026 8:55AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেনা দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনার অদম্য সাহস ও সংকল্প বাস্তবায়নে তাঁদের অঙ্গীকারকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন।
যে জওয়ানরা প্রচন্ড প্রতিকূল পরিস্থিতিতে দেশের সীমান্তকে অবিচল অধ্যবসায়ে পাহারা দেন তিনি তাঁদের প্রশংসা করেন। তাঁদের নিঃস্বার্থ পরিষেবা দেবার এই বিষয়টি উচ্চ আদর্শের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে তিনি সংস্কৃত একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নেন।
প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে তার শ্রদ্ধা জানিয়ে বলেন, বাহিনীর সদস্যদের শৌর্য ও আত্মত্যাগের জন্য সমগ্র দেশ তাঁদের প্রতি চির কৃতজ্ঞ।
সামাজিক মাধ্যম এক্সে একগুচ্ছ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
“আজ সেনা দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনার অদম্য সাহস ও সংকল্প বাস্তবায়নে তাঁদের অঙ্গীকারকে আন্তরিক শ্রদ্ধা জানাই।
আমাদের সেনানীরা নিঃস্বার্থ পরিষেবা প্রদানের প্রতীক, তাঁরা প্রচন্ড প্রতিকূল পরিস্থিতিতে দেশের সীমান্তকে অবিচল অধ্যবসায়ে পাহারা দেন। তাঁদের কর্তব্য পালনের মানসিকতা দেশ জুড়ে সকলকে অনুপ্রাণিত করে। সমগ্র দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ।
কর্তব্য পালনের সময় যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা তাঁদের গভীরভাবে শ্রদ্ধা জানাই।
@adgpi”
SC/CB
(रिलीज़ आईडी: 2214828)
आगंतुक पटल : 7