সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিবহণ মন্ত্রীদের বার্ষিক বৈঠকে পৌরোহিত্য কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী

प्रविष्टि तिथि: 08 JAN 2026 8:40PM by PIB Kolkata

  নয়াদিল্লি, ৮ জানুয়ারী, ২০২৬

 


কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নিতিন গডকড়ী আজ নতুন দিল্লিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিবহণ মন্ত্রীদের বার্ষিক বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে পথ নিরাপত্তা, যাত্রী ও জন স্বাচ্ছন্দ্য, ব্যবসার স্বাচ্ছন্দ্য বিধান এবং গাড়ির নিয়ন্ত্রণ বিধির মতো বিষয়গুলির ওপরে জোর দেওয়া হয়। 


বৈঠকে শ্রী গড়কড়ী বলেন, সংবিধানে পরিবহণ যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হওয়ায় কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে ঘনিষ্ঠ এবং প্রতিনিয়ত সুসমন্বয় বজায় রাখা জরুরি। নীতিগত সামঞ্জস্য, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনকেন্দ্রিক পরিবহণ ক্ষেত্রে সমাধান সূত্র দেশব্যাপী গড়ে তোলা, সেইসঙ্গে দক্ষতা এবং নিরাপত্তা বিধানের স্বার্থেই নিয়মিত আলোচনা অত্যন্ত জরুরি। 


ভারত মণ্ডপমে গতকাল থেকে শুরু হওয়া দুদিনের এই কর্মশালায় দেশের সড়ক পরিবহণ ক্ষেত্রে রূপান্তর ঘটাতে পরবর্তী করণীয় বিষয়গুলি নিয়ে সার্বিক আলোচনা হয়। প্রথমদিনের আলোচনায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহণ সচিবরা যোগ দিয়েছিলেন তাতে পৌরোহিত্য করেন সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রকের সচিব শ্রী ভি উমাশঙ্কর। 


আজকের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিতিন গড়কড়ীর পৌরোহিত্যে আলোচনায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সড়ক পরিবহণ ক্ষেত্রে সুসমন্বয়ের ওপরে জোর দেওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। দুদিনের বৈঠকে যেসমস্ত বিষয়গুলি নিয়ে সব অংশীদারদের সঙ্গে সার্বিক আলোচনা হয়েছে তা হল, ডিজিটাইজেশন এবং পরিবহণ পরিষেবার মান নির্ধারণ, মোটর ভেইকেল আইন সংস্কারের জন্য আইনী সংশোধনী, সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা পরবর্তী স্থিত কর্তব্য, পরিবহণ নিরাপত্তা, জেলাস্তরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ, সুস্থায়ী পরিবহণ এবং পুরোনো গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রে পিউসিসি ২.০ নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা, গাড়ির ধোঁয়া সংক্রান্ত বিষয়, পরিবহণ ব্যবস্থায় কৃত্রিম মেধা এবং ই এনফোর্সমেন্ট সংক্রান্ত দিক, গাড়ি চালকদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি, সড়ক সুরক্ষা মিত্র সংক্রান্ত কর্মসূচি প্রভৃতি। 


এই আলোচনায় যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হল, অনলাইন পরিবহণ পরিষেবার ক্ষেত্রে আধুনিকীকরণ, এনওসি এবং মালিকানা হস্তান্তর যাতে সুচারুভাবে হয় তা নিশ্চিত করা, সেইসঙ্গে আধারভিত্তিক প্রমাণিকরণ, রাজ্যভিত্তিক নিয়মবিধি সরলীকরণ প্রভৃতি। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যথার্থতা বিধান, তথ্য নির্ভর নীতি নির্ধারণকে সুনিশ্চিত করা সেইসঙ্গে সমস্ত অংশীদারদের ক্ষেত্রে কেন্দ্রীয় ডিজিটাল তথ্য ভাগ করে নেওয়ার পরিকাঠামো নিশ্চিত করা। এছাড়া আরও উল্লেখযোগ্য দিক হল, গাড়ির দূষণ পরীক্ষা এবং পুরোনো ভাঙা গাড়ির যন্ত্রাংশের নিষ্পত্তিতে সরকারী, বেসরকারী অংশীদারিত্ব ব্যবস্থা গড়ে তোলা, নগদবিহীন চিকিৎসা প্রদানের বিষয়টিকে শক্তিশালী করা। এছাড়াও দুর্ঘটনাজনিত তথ্য প্রদানের ক্ষেত্রে e-DAR ব্যবস্থা গ্রহণ, জেলাভিত্তিক স্বেচ্ছাসেবী উদ্যোগ গড়ে তোলা, সেইসঙ্গে প্রশিক্ষণ প্রদানের স্বার্থে রাজ্যভিত্তিক প্রথম সারির প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ট্রাফিক আইন ভঙ্গ রুখতে প্রতিটি জায়গায় উন্নত ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    

 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2212803) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi