PIB Headquarters
২০২৫-২৬ রবি মরসুমে পুষ্টি-উপাদানভিত্তিক ভর্তুকি
प्रविष्टि तिथि:
05 JAN 2026 12:00PM by PIB Kolkata
৬ জানুয়ারি, ২০২৬
মূল বিষয়বস্তু
সরকার ২০২৫–২৬ রবি মরসুমে পুষ্টি-উপাদানভিত্তিক ভর্তুকি(NBS) প্রদানের অনুমোদন দিয়েছে, যা ১ অক্টোবর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এই ভর্তুকি ফসফেটিক ও পটাশিক (পি অ্যান্ড কে) সারগুলির উপর প্রযোজ্য হবে, যার মধ্যে ডিএপি ও এনপিকেএস গ্রেড অন্তর্ভুক্ত।
২০২৫–২৬ রবি মরশুমের জন্য অনুমানিক বাজেট প্রায় ₹৩৭,৯৫২ কোটি, যা ২০২৫ সালের খরিফ মরশুমের তুলনায় প্রায় ₹৭৩৬ কোটি বেশি।
২০২২–২৩ থেকে ২০২৪–২৫ পর্যন্ত NBS ভর্তুকির জন্য ₹২.০৪ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যার ফলে কৃষকদের জন্য সুলভ দামে সার সরবরাহ করা সম্ভবপর হয়েছে।
NBS ব্যবস্থার মাধ্যমে দেশে সার উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। পি অ্যান্ড কে (ডিএপি ও এনপিকেএস) সার উৎপাদন ২০১৪ সালে ১১২.১৯ এলএমটি থেকে বেড়ে ২০২৫ সালে (৩০.১২.২০২৫ পর্যন্ত) ১৬৮.৫৫ এলএমটি হয়েছে (বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি)।
ভূমিকা
মাটির স্বাস্থ্য বজায় রাখা, ফসলের উৎপাদনশীলতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদন সুনিশ্চিত করতে সুষম সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে পুষ্টি-উপাদানভিত্তিক ভর্তুকিকে (NBS) অগ্রাধিকার দিয়ে আসছে। এই পরিকল্পনার মাধ্যমে কৃষকদের ন্যায্য ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সার সরবরাহ করা হয় এবং সঠিক পরিমাণে ব্যবহার করতে উৎসাহিত করা হয়। রবি মরশুম ২০২৫–২৬-এর জন্য সংশোধিত NBS হার ঘোষণার মাধ্যমে সরকার কৃষকদের কৃষি খরচ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, পুষ্টি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে চলেছে।
পুষ্টি-উপাদানভিত্তিক ভর্তুকি পরিকল্পনার ফলাফল ও নীতিগত অগ্রাধিকার
এনবিএস প্রকল্প একটি সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে সুষম ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করে, ফলে, মাটির স্বাস্থ্য সংরক্ষিত থাকে এবং উৎপাদনশীলতা বাড়ে। এই প্রকল্প কৃষকদের সময়মতো ভর্তুকিযুক্ত দামে সারের যোগান সুনিশ্চিত করে। পাশাপাশি, সার সংস্থাগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলে, নতুন ও উন্নত পুষ্টি-সমৃদ্ধ সারের উদ্ভাবনকে উৎসাহিত করে এবং আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তুকি নির্ধারণ করে।
NBS পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য
এই প্রকল্পের আওতায় ফসফেটিক ও পটাশিক (পি ও কে) সারের উপর নির্দিষ্ট হারে ভর্তুকি দেওয়া হয়, যা বছরে এক বা দুইবার সংশোধিত করা হয়। শুরুতে ২৫-টি গ্রেড অন্তর্ভুক্ত থাকলেও, খরিফ ২০২৪ থেকে আরও তিনটি নতুন গ্রেড যুক্ত হয়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। এই পরিকল্পনার মাধ্যমে সরকারি নজরদারির মধ্যে থেকে সার প্রস্তুতকারী সংস্থাগুলি সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) নির্ধারণ করে, ফলে, কৃষকরা ন্যায্য দামে সার পাওয়ার পাশাপাশি, ভর্তুকিরও সুফল পান।
রবি ২০২৫–২৬-এর জন্য NBS হার
অক্টোবর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর এনবিএস হারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ও সালফারের প্রতি কেজি ভর্তুকির হার এবং ২৮-টি পি ও কে গ্রেডের সারের জন্য ভর্তুকির হার উল্লেখ করা হয়েছে। বিশেষভাবে ডিএপি-র ভর্তুকি বৃদ্ধির বিষয়টি এবং অ্যামোনিয়াম সালফেটকে এনবিএস প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি তুলে ধরা হয়েছে।
এনবিএস-এর পরিচালন ব্যবস্থাপনা
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সার সংস্থাগুলিকে খরচের তথ্য জমা জমা দিতে হয়, এমআরপি ঘোষণা করতে হয় এবং লাভের সীমা মেনে চলতে হয়। প্রতিটি সারের ব্যাগে এমআরপি ও ভর্তুকির তথ্য প্রদর্শন বাধ্যতামূলক এবং এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনীয় পণ্য আইন, ১৯৫৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
ডিজিটাল নজরদারি ও সার বিতরণ ব্যবস্থা
ইন্টিগ্রেটেড ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম (iFMS)-এর মাধ্যমে সারের উৎপাদন, পরিবহণ, আমদানি ও বিতরণে রিয়েল-টাইম নজরদারি করা হয়। মাসিক সরবরাহ, ডিজিটাল ট্র্যাকিং এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে নিয়মিত সমন্বয়ের ফলে, দেশের সর্বত্র সময়মতো সারের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
প্রধান সাফল্য
এনবিএস প্রকল্পের ফলে, দেশে পি ও কে সারের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে (২০১৪ সালের তুলনায় ৫০ শতাংশেরও বেশি)। পাশাপাশি, মাটির স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতায় উন্নতি হয়েছে, যার ফলে, খাদ্যশস্যের গড় উৎপাদন বেড়েছে। ২০২২–২৩ থেকে ২০২৪–২৫ সময়কালে ₹২.০৪ লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা করা হয়েছে।
উপসংহার
পুষ্টি-উপাদানভিত্তিক ভর্তুকি (NBS) আজ ভারতের সার নীতির গুরুত্বপূর্ণ অংশ। সুষম সার প্রয়োগ, মাটির স্বাস্থ্য রক্ষা করা ও সুস্থায়ী কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করার মাধ্যমে এই পরিকল্পনা কৃষক কল্যাণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারাবাহিক আর্থিক সহায়তা, ডিজিটাল নজরদারি এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা কৃষি ক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তথ্যসূত্র:
India Gov
Lok Sabha
Ministry of Chemicals and Fertilizers
Ministry of Agriculture and Farmers Welfare
PIB Press Releases
PIB Backgrounder
Download in PDF
******
SSS/PK...
(रिलीज़ आईडी: 2212043)
आगंतुक पटल : 5