সংসদবিষয়কমন্ত্রক
বর্ষশেষের পর্যালোচনা ২০২৫: সংসদ বিষয়ক মন্ত্রক
प्रविष्टि तिथि:
05 JAN 2026 6:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৬
২০২৫-এ সংসদের উভয় কক্ষে ৩৯টি বিল অনুমোদিত হয়েছে। অপারেশন সিঁদুর, নির্বাচনী সংস্কার এবং “বন্দে মাতরম” সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি নিয়ে সংসদে বিশেষ আলোচনা হয়। আয়কর বিল, ওয়াকফ সংশোধনী বিল, ভিবি – জি-রাম-জি বিল সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিল অনুমোদিত হয়েছে।
১৮তম লোকসভার চতুর্থ অধিবেশন, ৩১ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন।
২৮ ও ২৯ জুলাই লোকসভায় এবং ২৯ ও ৩০ জুলাই রাজ্যসভায় পহলগামে জঙ্গি হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ষষ্ঠ অধিবেশনে ৮ ডিসেম্বর লোকসভায় এবং ৯, ১০ ও ১১ ডিসেম্বর রাজ্যসভায় “বন্দে মাতারম” জাতীয় স্তোত্রের ১৫০তম বর্ষ উপলক্ষে বিশেষ আলোচনা হয়। একই অধিবেশনে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় ৯ ও ১০ ডিসেম্বর এবং রাজ্যসভায় ১১, ১৫ ও ১৬ ডিসেম্বর বিতর্ক হয়।
২০২৫-এ সংসদের উভয় কক্ষে যে ৩৯টি বিল আইনে পরিণত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হ’ল – ওয়াকফ সংশোধনী বিল, আয়কর বিল, অনলাইন গেমিং বিল, সবকা বিমা সবকা রক্ষা (বিমা সংশোধনী আইন) বিল প্রভৃতি। এছাড়াও রয়েছে, বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি জি-রাম-জি বিল। এই বিলের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গ্রামোন্নয়নের পরিকাঠামো তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বিলে প্রতিটি অর্থ বর্ষে প্রতিটি গ্রামের প্রাপ্ত বয়স্কদের জন্য বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তার ব্যবস্থা রাখা হয়েছে।
শীতকালীন অধিবেশনে (০১.১২.২০২৫ থেকে ১৯.১২.২০২৫) লোকসভায় বকেয়া ৭৫৫টি বিষয়ের মধ্যে ৪৪০টি এবং রাজ্যসভায় ১৭২টি বিষয়ের মধ্যে ৮৭টি বিশেষভাবে উল্লেখ করা হয়। ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (এনইভিএ) হ’ল – ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে সংসদ বিষয়ক মন্ত্রক। “এক দেশ, এক অ্যাপ্লিকেশন” নীতিকে সামনে রেখে এনইভিএ তৈরি করা হয়েছে। এর ফলে, সমস্ত রাজ্যের বিধানসভাগুলির কার্যক্রম পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে করা সম্ভব হবে।
নতুন দিল্লিতে সংসদ ভবনের প্রধান কমিটি রুমে ৩০ অক্টোবর, ২০২৫ তারিখে এনইভিএ-র তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাগুলির সচিবরা সহ ১০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু। সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।
জাতীয় ক্ষেত্রে এনইভিএ-র উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। ইতিমধ্যে ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্প রূপায়ণে মউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে প্রকল্পের অনুদানও পেয়ে গিয়েছে। ২০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাকে ‘ডিজিটাল হাউস’ – এ পরিণত করা হয়েছে। এগুলি হ’ল – আসাম, বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরী, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা, উত্তর প্রদেশ বিধানসভা ও উত্তর প্রদেশ বিধান পরিষদ এবং উত্তরাখন্ড।
সক্ষমতা নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি প্রভৃতির আয়োজন করা হয়। সংসদে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে।
২৪.০৪.২০২৫ তারিখে পহলগামে জঙ্গি হামলা নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দকে অবহিত করেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। ০৮.০৫.২০২৫ তারিখে রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযান সম্পর্কে জানান প্রতিরক্ষা মন্ত্রী।
স্বচ্ছ ভারত মিশনের অংশ হিসেবে ১৬-৩০ এপ্রিল, ২০২৫-এ স্বচ্ছতা পক্ষ পালন করে সংসদ বিষয়ক মন্ত্রক। এই কর্মসূচিতে স্বচ্ছতার অঙ্গীকার করেন মন্ত্রকের সমস্ত কর্মী ও আধিকারিকরা।
১৭ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত দেশব্যাপী স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয় সংসদ বিষয়ক মন্ত্রক।
২৬ নভেম্বর, ২০২৫-এ সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে ৯টি ভারতীয় ভাষায় সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করা হয়।
সাংসদ এবং প্রাক্তন সাংসদদের বেতন, ভাতা এবং পেনশনও ২০২৫-এ সংশোধন করা হয়েছে। ০১.০৪.২০২৩ থেকে বাড়তি বেতন, ভাতা ও পেনশন-সংক্রান্ত এই সংশোধনী কার্যকর হবে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2211781)
आगंतुक पटल : 9