প্রতিরক্ষামন্ত্রক
অপারেশন সিন্দুরে ডিআরডিও-র অস্ত্র নির্ণায়ক ভূমিকা পালন করার মধ্য দিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় এই সংস্থার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে : সংস্থার প্রতিষ্ঠা দিবসে প্রতিরক্ষা মন্ত্রী
प्रविष्टि तिथि:
01 JAN 2026 3:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জানুয়ারি, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এর সদর দপ্তরে যান। ৬৮তম প্রতিষ্ঠা দিবসে শ্রী সিং সংস্থার প্রশংসা করে বলেন, এখানে উদ্ভাবিত অস্ত্র অপারেশন সিন্দুর অভিযানে নির্ণায়ক ভূমিকা পালন করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় এই সংস্থা তার পেশাদারিত্ব ও অঙ্গীকারের প্রমাণ দিয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত অস্ত্র সশস্ত্র বাহিনীর জন্য সহায়ক হচ্ছে। এই সংস্থার তৈরি অস্ত্রশস্ত্র প্রতিরক্ষা বাহিনী যখন ব্যবহার করে, তখন বাহিনীর সদস্যদের মনোবল উদ্দীপিত হয়।
শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫-এর স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা প্রাকার থেকে বলেছিলেন, ডিআরডিও সুদর্শন চক্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে আগামী দশকে বিমানবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়ে উঠবে। ডিআরডিও-র সঙ্গে বেসরকারি সংস্থাগুলির একযোগে কাজ করার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, বর্তমানে শিল্প ও শিক্ষাজগৎ এবং স্টার্ট-আপ সংস্থাগুলি একযোগে কাজ করছে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থাপনায় নতুন জোয়ার এসেছে। স্টার্ট-আপ সংস্থাগুলির পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিও ডিআরডিও-র নতুন নতুন উদ্ভাবনের সুফল পাচ্ছে।
বর্তমান যুগকে শুধু বিজ্ঞানের যুগ বললেই চলবে না, এই সময়ে বিভিন্ন উদ্ভাবন এবং প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষালাভ হয়ে চলেছে। শ্রী সিং বলেন, প্রযুক্তি, উদ্ভাবন এবং নতুন নতুন রণকৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ও উন্নত হচ্ছে। অনুষ্ঠানে প্রতিরক্ষা দপ্তরের উদ্ভাবন শাখার সচিব তথা ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাথ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ সহ সংস্থার বৈজ্ঞানিক ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2210540)
आगंतुक पटल : 12