নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্রুত এগিয়ে চলেছে পিএম-কুসুম প্রকল্পের কাজ, নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১০,২০৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সরঞ্জাম সংস্থাপিত, মঞ্জুর হয়েছে ৭,১০৬ কোটি টাকা

प्रविष्टि तिथि: 10 DEC 2025 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫ 

 

পিএম-কুসুম চাহিদা চালিত প্রকল্প। এক্ষেত্রে বরাদ্দ এবং মঞ্জুরি হয়ে থাকে রাজ্যগুলির চাহিদা এবং সেখানে প্রকল্পে অগ্রগতির কথা মাথায় রেখে। কৃষক, কৃষক উৎপাদক সংগঠন, জল ব্যবহারকারী সংগঠন এবং প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলি স্থানীয় ভিত্তিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পে যোগদান করতে পারে। 

প্রতিটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু রয়েছে। ৩০/১১/২০২৫ পর্যন্ত এই প্রকল্পের বিভিন্ন শাখার আওতায় মোট ১০,২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সরঞ্জাম সংস্থাপিত হয়েছে। মঞ্জুর হয়েছে ৭,১০৬ কোটি টাকা।

পশ্চিমবঙ্গে এই প্রকল্পে এখনও পর্যন্ত ২০ জন নাম লিখিয়েছেন। ২০টি সৌরবিদ্যুৎ চালিত পাম্প চালু করার মঞ্জুরি মিলেছে এই রাজ্যে। 

রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাটে এই প্রকল্পে ব্যাপক সাড়া পাওয়া গেছে। 

 

SC/ AC /AG


(रिलीज़ आईडी: 2201412) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil