নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-কুসুমের উল্লেখযোগ্য অগ্রগতিঃ ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ১০,২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং ৭,১০৬ কোটি টাকা রিলিজ করা হয়েছে

পিএম কুসুম প্রকল্পে ত্রিপুরায় সুবিধাভোগীর সংখ্যা ৭০৬১

प्रविष्टि तिथि: 10 DEC 2025 11:56AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর,২০২৫: পিএম কুসুম একটি চাহিদা চালিত প্রকল্প। প্রাপ্ত চাহিদা এবং রাজ্যগুলির দ্বারা প্রদর্শিত অগ্রগতির উপর ভিত্তি করে সক্ষমতা বরাদ্দ করা হয়। এই প্রকল্পে ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশনস (এফ.পি.ও)/ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনস (ডব্লিউ.ইউ.এ)/প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস (প্যাক্স )সহ কৃষকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

এই প্রকল্পটি সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়িত হয়েছে। স্টেট ইমপ্লিমেন্টিং এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, 

পিএম—কুসুম’ প্রকল্পে ত্রিপুরার অগ্রগতি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে (৩০ নভেম্বর ২০২৫ অনুযায়ী) কম্পোনেন্ট-‘এ.’-তে ত্রিপুরার জন্য অনুমোদিত ক্ষমতা ৫ মেগাওয়াট । কম্পোনেন্ট-‘বি.’ -তে অনুমোদিত ১১,১১৪টি ইউনিটের মধ্যে স্থাপিত হয়েছে ৬,৩৫৯টি। কম্পোনেন্ট-‘সি. -তে ত্রিপুরায় ৩,৬০০টি আই.পি.এস. ইউনিট অনুমোদন হয়েছে।ফলে এই কম্পোনেন্টে সৌরায়িত ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২। রাজ্যে মোট সুবিধাভোগীর সংখ্যা ৭,০৬১ জন।

সারা দেশের প্রেক্ষিতে পিএম-কুসুম’ বাস্তবায়নে দেখা যাচ্ছে, কম্পোনেন্ট-‘এ.’-তে জাতীয় পর্যায়ে অনুমোদিত ক্ষমতা ৯,৯৬৪ মেগাওয়াট, যার মধ্যে স্থাপিত হয়েছে ৬৬৭.৩১ মেগাওয়াট। কম্পোনেন্ট-‘বি.’-তে অনুমোদিত ১৩,০৮,৬৪৪টি ইউনিটের মধ্যে স্থাপিত হয়েছে ৯,৪২,১৮৯টি। কম্পোনেন্ট-‘সি.’-তে আই.পি.এস. অনুমোদিত ৫৫,৮২৮টি এবং এফ.এল.এস. অনুমোদিত ৩৫,২৭,৪৯২টি, আর এই কম্পোনেন্টে সৌরায়িত ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৯৯,৬৯৯। ছাড়া দেশে মোট সুবিধাভোগীর সংখ্যা ২০,৪২,৪৫৯-এ পৌঁছেছে।

২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত, পিএম কুসুম প্রকল্পের সমস্ত উপাদানের আওতায় মোট ১০,২০৩ মেগাওয়াট বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। রাজ্যগুলির কাছ থেকে প্রাপ্ত চাহিদা অনুযায়ী ২০২৫ সালের ৩০ শে নভেম্বর পর্যন্ত পিএম কুসুম প্রকল্পের আওতায় ৭,১০৬ কোটি টাকা রিলিজ করা হয়েছে।

মন্ত্রক পদ্ধতিগুলি সহজ করেছে এবং ২০২৪ সালের ১৭ জানুয়ারি তারিখে এই প্রকল্পের সহজ বাস্তবায়নের জন্য ব্যাপক সংশোধিত নির্দেশিকা জারি করেছে। প্রকল্পের নির্দেশিকায় বলা হয়েছে যে ক্ষুদ্র সেচ কৌশল ব্যবহার করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

পিএম কুসুম প্রকল্পের প্রসার বাড়াতে, মন্ত্রক সময়ে সময়ে ব্যাপক প্রচার এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা পরিচালনা করে। এর মধ্যে পর্যায়ক্রমিক পর্যালোচনা এবং বাস্তবায়নকারী রাজ্যগুলির সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ যশো নায়েক।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2201624) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English