PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারত ইউনেস্কোর ২০-তম আইসিএইচ অধিবেশন আয়োজন করছে

দেশের প্রাণস্পন্দিত সংস্কৃতি সুরক্ষার স্বার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ

प्रविष्टि तिथि: 07 DEC 2025 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লি,০৭ ডিসেম্বর ২০২৫

 

মূল বিষয়

ইউনেস্কোর অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার আন্তঃ-সরকারি কমিটির ২০-তম অধিবেশনটি এবছর ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে আয়োজন করতে চলেছে ভারত।

অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত তাদের ৩২-তম সাধারণ সম্মেলনে ২০০৩ সালের চুক্তিটি গ্রহণ করেছিল।

আন্তঃসরকারি কমিটি ২০০৩ সালের চুক্তির লক্ষ্যগুলিকে এগিয়ে নিয়ে যায় এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে।

ভারত তিন মেয়াদে ইউনেস্কোর আন্তঃ-সরকারি কমিটিতে দায়িত্ব পালন করেছে।

আজ পর্যন্ত, ১৫-টি ভারতীয় ঐতিহ্যগত বিষয় ইউনেস্কোর প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সূচনা

 

ভারত সরকার  এবছর ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লির ঐতিহাসিক 
লালকেল্লায় ইউনেস্কোর অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ২০-তম অধিবেশন আয়োজন করতে চলেছে। ভারতের স্থায়ী প্রতিনিধি ইউনেস্কোতে ভি.ভি. শর্মা এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

২০০৫ সালে আইসিএইচ চুক্তিতে ভারতের অংশগ্রহণের ২০ বছর পূর্তিতে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে। ইউনেস্কোর মতে, স্পর্শনীয় নয় এমন সাংস্কৃতিক ঐতিহ্য হল সেই সমস্ত প্রথা, জ্ঞান ও অভিব্যক্তি, যা বিভিন্ন সম্প্রদায় তাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে দেখে এবং যা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়ে চলেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট
ইউনেস্কো অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য  সুরক্ষার জন্য ২০০০-এর ১৭ অক্টোবর  প্যারিসে ২০০৩ সালের কনভেনশনে গ্রহণ করে। বিশ্বায়ন এবং সামাজিক পরিবর্তনের কারণে বিপন্ন হওয়া  ঐতিহ্যগুলিকে রক্ষা করাই ছিল এর লক্ষ্য। এই চুক্তিটি সম্প্রদায়গুলিকে (বিশেষ করে জনজাতি সম্প্রদায়) সুরক্ষার কেন্দ্রে রেখে আন্তর্জাতিক সহযোগিতা ও স্বীকৃতির জন্য একটি ভিত্তি স্থাপন করে। 
এই চুক্তির উদ্দেশ্যগুলি :
অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত করা;

সংশ্লিষ্ট সম্প্রদায়, গোষ্ঠী এবং ব্যক্তিদের অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মর্যাদা নিশ্চিত করা;
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্পর্শনীয় নয় এম নসাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এটির পারস্পরিক মূল্যায়ন নিশ্চিত করা;
বিশ্বব্যাপী সহযোগিতা ও সহায়তা প্রদান করা।

আন্তঃ-সরকারি কমিটির কার্যাবলী

আন্তঃসরকারি কমিটি ২০০৩ সালের চুক্তির উদ্দেশ্য বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করে। এর প্রধান কাজগুলি হল: অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য  সুরক্ষার জন্য নির্দেশিকা এবং সর্বোত্তম পদ্ধতির সুপারিশ করা, এই ক্ষেত্রের তহবিলের পরিকল্পনা তৈরি করা এবং এর জন্য সম্পদ সংগ্রহ করা। এটি সদস্য রাষ্ট্রগুলির রিপোর্ট পর্যালোচনা করে এবং ইউনেস্কোর 
আইসিএইচ তালিকায় ঐতিহ্যগত বিষয় অন্তর্ভুক্তির জন্য এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদনগুলির মূল্যায়ন করে ও অনুমোদন দেয়।

আন্তঃ-সরকারি কমিটির ২০-তম অধিবেশন

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং তার অধীনস্থ স্বশাসিত সংস্থা সঙ্গীত নাটক আকাডেমি  নয়াদিল্লির 
লালকেল্লায় আন্তঃ-সরকারি কমিটির ২০-তম অধিবেশন আয়োজন করার জন্য প্রধান  এজেন্সি হিসেবে কাজ করছে। এই চমৎকার সপ্তদশ শতকের দুর্গটি - লাল কেল্লা, যা স্থাপত্য, প্রাসাদ এবং বাগানের জন্য বিখ্যাত, সেটি নিজেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত।

প্রধান কর্মসূচী

২০-তম আইসিএইচ অধিবেশনের আয়োজন করে ভারত তার জাতীয় ঐতিহ্য সুরক্ষার মডেল বিশ্বের সামনে তুলে ধরতে চায়। এর মূল লক্ষ্যগুলি - আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা; ভারতের কম পরিচিত অস্পর্শনীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী পরিচিতি দেওয়া; দেশে আরও নথিভুক্তকরণ ও যুবকদের অংশগ্রহণকে উৎসাহিত করা; সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে ভারতের সাংস্কৃতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা; এবং ঐতিহ্যের সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সংযোগ দৃঢ় করা।

ভারতের অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য: এক জাতীয় ও আন্তর্জাতিক সম্পদ
ভারতের অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ আইসিএইচ শুধুমাত্র ঐতিহ্য নয়, এটি গভীর সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও কূটনৈতিক মূল্য বহন করে। এটি দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও পরিচয় বজায় রাখে; শিল্প ও পর্যটনের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য জীবিকা সৃষ্টি করে; ঐতিহ্যবাহী জ্ঞান সঞ্চারিত করে এবং সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠা করে।

আইসিএইচ এর প্রতি ভারতের অবদান
ভারতের বিপুল অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য  সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রক "ভারতের অস্পর্শনীয় ঐতিহ্য এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার স্কীম" চালু করেছে। এটির লক্ষ্য হল প্রতিষ্ঠান ও শিল্পীদের পুনরুজ্জীবিত করা এবং ইউনেস্কো মনোনয়ন-সহ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ানো। এর প্রধান কাজগুলির মধ্যে রয়েছে: নথিভুক্তিকরণ, ক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক প্রসারের প্রচার এবং বৃত্তিগত শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়নে সহায়তা করা।

ইউনেস্কো দ্বারা অন্তর্ভুক্ত ভারতের স্পর্শনীয় নয় এমন সাংস্কৃতিক ঐতিহ্য
২০০৩ সালের ইউনেস্কো চুক্তির সদস্য রাষ্ট্র হিসাবে ভারত তার প্রাণবন্ত ঐতিহ্য সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। ভারতের সংস্কৃতি মন্ত্রক এবং সঙ্গীত নাটক আকাডেমির প্রয়াসের ফলে আজ পর্যন্ত ভারতের ১৫-টি ঐতিহ্যগত বিষয় ইউনেস্কোর "মানবতার স্পর্শনীয় নয় এমন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায়" অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশের অসাধারণ সাংস্কৃতিক ধারাবাহিকতা তুলে ধরে।

আপনি কি জানেন?

এই বছর ভারত ছট মহাপর্ব এবং দীপাবলীকে ইউনেস্কোর স্পর্শনীয় নয় এমন সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করেছে।

এই তালিকাভুক্তিগুলি বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের অংশগ্রহণ ও সঞ্চারের মাধ্যমে বৈচিত্র্যময় সংস্কৃতি রক্ষার প্রতি ভারতের অঙ্গীকার প্রতিফলিত করে। ইউনেস্কোর এই তালিকায় কুটিয়াট্টম, ছৌ-এর মতো প্রাচীন পরিবেশন শিল্প থেকে শুরু করে বেদ পাঠ, কুম্ভ মেলা, রামলীলা, রাম্মন এবং যোগ, দুর্গাপূজা ও গরবার মতো সাংস্কৃতিক ঐতিহ্য পর্যন্ত বিস্তৃত ১৫-টি ঐতিহ্যগত বিষয় রয়েছে, যা ভারতের বিরাট সাংস্কৃতিক গভীরতা প্রদর্শন করে।

উপসংহার

ইউনেস্কোর ২০-তম আন্তঃ-সরকারি কমিটির সভার আয়োজন করা ভারতের জন্য একটি মাইলফলক। শক্তিশালী ঐতিহ্য পরিকাঠামো এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে ভারত তার ঐতিহ্য সুরক্ষার মডেলটি বিশ্বে তুলে ধরতে প্রস্তুত। এই অনুষ্ঠান ভারতকে তার প্রাণবন্ত ঐতিহ্যকে আলোকিত করার, বিশ্বব্যাপী সহযোগিতা বাড়ানোর এবং স্পর্শনীয় নয় এমন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি নতুন দৃষ্টিভঙ্গি গঠনে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবে।  নয়াদিল্লিতে এই অধিবেশনের সাফল্য ইউনেস্কো, ভারত সরকার এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সজীবতার জন্য ইতিবাচক হবে। ভারতের এই আয়োজন ভবিষ্যতের জন্য দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে স্থায়ী স্বিকৃতি প্রদান করে।

তথ্যসূত্র

 

UNESCO

https://ich.unesco.org/en/what-is-intangible-heritage-00003

https://ich.unesco.org/en/20com

https://ich.unesco.org/en/state/india-IN?info=elements-on-the-lists

https://ich.unesco.org/en/news/india-to-host-the-20th-session-of-the-committee-in-2025-13542

https://www.unesco.org/en/intangible-cultural-heritage/committee-2025

Ministry of Culture

https://20com2025.culture.gov.in/intangible_cultural_heritage_in_India

https://20com2025.culture.gov.in/session_venue

https://20com2025.culture.gov.in/home#:~:text=All%20participants%20as%20well%20as%20the%20general,stream%20from%208th%20to%2013th%20DECEMBER%202025.

https://culture.gov.in/intangible-cultural-heritage

SANGEET NATAK AKADEMI

https://www.sangeetnatak.gov.in/sections/ICH

IGNCA

https://ignca.gov.in/divisionss/janapada-sampada/loka-parampara/intangible-cultural-heritage/inventory-on-the-intangible-cultural-heritage/

PIB

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jul/doc2024715349801.pdf&ved=2ahUKEwiLjP_hho2RAxWtcGwGHTeMJmIQFnoECCIQAQ&usg=AOvVaw3yJyfq0iCsZHp_aBrRtEn6

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1839891

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122423

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154536&NoteId=154536&ModuleId=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153599

See in PDF

 

SSS/AS


(रिलीज़ आईडी: 2200676) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Manipuri , Urdu , हिन्दी , Gujarati