প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষ্যে বিশেষ আলোচনায় তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন

प्रविष्टि तिथि: 08 DEC 2025 4:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষ্যে বিশেষ আলোচনায় তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন।

এক্স-এ একটি পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন;

“যে মন্ত্র এবং জয়ধ্বনি দেশের স্বাধীনতা আন্দোলনকে প্রাণশক্তি এবং প্রেরণা দিয়েছিল, ত্যাগ এবং তপস্যার পথ দেখিয়েছিল সেই বন্দে মাতরম-এর পবিত্র স্মরণ আমাদের সকলের পরম সৌভাগ্য।”

“যখন ইংরেজদের রাষ্ট্রীয় গীতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, এমন সময়ে বঙ্কিমবাবু চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং বন্দে মাতরম-এর জন্ম হয়।”

“বন্দে মাতরম ওই ভাবনাকে পুনর্জীবিত করে, যা হাজার বছর ধরে ভারতবর্ষের অন্তরে বসে ছিল।”

“১৯০৫ সালে ইংরেজরা বাংলাকে ভাগ করার পাপ করেছিল, তখন বন্দে মাতরম পাহাড়ের মতো দাঁড়িয়েছিল।”

“ভারত মাতার অগণিত বীর সন্তান বন্দে মাতরম গান করতে করতে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন। শেষ সময় পর্যন্ত বন্দে মাতরমই তাঁদের মনের মধ্যে অণুরণন তুলেছিল।”

“বন্দে মাতরম ভারতকে স্বাবলম্বনের পথ দেখিয়েছে। এটা বিদেশী কোম্পানীগুলিকে চ্যালেঞ্জ দেওয়ার মন্ত্র হয়ে উঠেছে, যা স্বাধীনতার মন্ত্রকে স্বদেশী মন্ত্রের দিকে প্রসারিত করে দিয়েছে।”

“আজ এইজন্য এটা জানা জরুরি যে, এত মহান বন্দে মাতরমের সঙ্গে আগেকার সময়ে অন্যায় এবং বিশ্বাসঘাতকতা কেন হয়েছে...”

“তোষণের রাজনীতির চাপে কংগ্রেস বন্দে মাতরম-কে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেইজন্য কংগ্রেসকে একদিন ভারতকে ভাগ করার জন্য নীচু হতে হয়েছিল।”

 


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2200502) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam