রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

যাত্রীদের তরফে কোন আসন পছন্দ নির্দিষ্ট করা না থাকলেও উপলব্ধতার ভিত্তিতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থ নির্দিষ্ট

प्रविष्टि तिथि: 05 DEC 2025 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৫ 

 

ভারতীয় রেল সবসময়েই প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে থাকে। আসনের ক্ষেত্রে কোনও ব্যক্তিগত পছন্দ নির্দিষ্ট করা না থাকলেও উপলব্ধতার ভিত্তিতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থ নির্দিষ্ট থাকছে। প্রতিটি কোচে স্লিপার ক্লাসে ৬-৭টা লোয়ার বার্থ, থ্রি টিয়ার বাতানুকূল কামরায় ৪-৫টি লোয়ার বার্থ এবং টু টিয়ার বাতানুকূল কামরায় ৩-৪টে লোয়ার বার্থ প্রবীণ নাগরিক, ৪৫ বা তার বেশি বয়সী মহিলা যাত্রী এবং সন্তানসম্ভবাদের জন্য নির্দিষ্ট থাকছে। 
রাজধানী ও শতাব্দীর মতো সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনে দিব্যাঙ্গ এবং তাঁর সাহায্যকারীর জন্য সংরক্ষণ কোটার আওতায় স্লিপার শ্রেণীতে ৪টি বার্থ (২টি লোয়ার, ২টি মিডল বার্থ), থ্রি টিয়ার বাতানুকূল কোচে ৪টি বার্থ (২টি লোয়ার, ২টি মিডল বার্থ), টু টিয়ার বাতানুকূল কোচ/চেয়ারকারে ৪টে আসন সংরক্ষিত। 
এছাড়াও, রেল যাত্রীদের জন্য অন্যান্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হয়ে থাকে। দিব্যাঙ্গদের জন্য পৃথক কামরা সমস্ত মেল এক্সপ্রেস ট্রেনে রয়েছে। এছাড়াও, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল ব্যবস্থাও রয়েছে। আধুনিক বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনে দিব্যাঙ্গদের দিকে নজর রেখে নির্মাণ করা হয়েছে। বন্দে ভারতের প্রথম এবং শেষ কামরায় হুইল চেয়ারের সংস্থান রয়েছে। এছাড়াও, তাঁদের সহায়ক শৌচালয় রয়েছে। ট্রেন থেকে অনায়াসে ওঠা-নামা করার জন্য মডিউলার র‍্যাম্পও রয়েছে। 
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2199545) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Kannada