রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি আগামীকাল তিরুবনন্তপুরমে নৌসেনা দিবস সমারোহে যোগ দেবেন
प्रविष्टि तिथि:
02 DEC 2025 5:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ৩ ও ৪ ডিসেম্বর কেরালা (তিরুবনন্তপুরম) সফর করবেন।
৩ ডিসেম্বর তিনি নৌ সেনা দিবস ২০২৫ উপলক্ষ্যে তিরুবনন্তপুরমে নৌ বাহিনীর বিশেষ সমারোহে যোগ দেবেন। বাহিনীর কর্মীদের কর্মকুশলতা প্রত্যক্ষ করবেন তিনি।
SC/ AC /AG
(रिलीज़ आईडी: 2198040)
आगंतुक पटल : 11