পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

পঞ্চায়েত ব্যবস্থাপনার উন্নয়ন এবং ই-গ্রাম স্বরাজ অ্যাপ

प्रविष्टि तिथि: 02 DEC 2025 3:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ ডিসেম্বর ২০২৫

 

দেশের পঞ্চায়েত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে তুলতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক ২০২২-২৩ অর্থবর্ষ থেকে পুনর্গঠিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি এবং আধিকারিক ও কর্মীদের আরও কর্ম দক্ষ করে তুলতে কাজ চলছে জোরকদমে। 

পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মীদের দক্ষতায়ন, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সফর এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারে সড়গড় করে তুলতে উদ্যোগী সরকার। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকেও আরও জোরদার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রামপঞ্চায়েত ভবন নির্মাণ, সেই সমস্ত বাড়িতে সাধারণ পরিষেবা কেন্দ্র গড়ে তোলা এবং কম্পিউটারের সংস্থান। 

ই-গ্রাম স্বরাজ অ্যাপ বা বৈদ্যুতিন গ্রাম স্বরাজ প্রকৌশল হল এমন একটি সমন্বিত ডিজিটাল মঞ্চ যার লক্ষ্য পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কাজকর্মে আরও স্বচ্ছতা নিয়ে আসা। ওই মঞ্চে গ্রামপঞ্চায়েতগুলির কর্মপরিকল্পনা, অর্থ সংস্থান ও ব্যবহার, হিসাব ও নিরীক্ষা প্রভৃতি বিষয়ে নজরদারি ও পরামর্শ প্রদান সম্ভব। 

২০২৫-২৬ অর্থবর্ষের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে ১ লক্ষ ৫৪ হাজার ৭৬৯ জন পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও ১৬৪টি পঞ্চায়েত ভবন নির্মাণ এবং ১,৬০০টি কম্পিউটার কেনায় ছাড়পত্র দেওয়া হয়েছে। ত্রিপুরায় এই সংখ্যাগুলি যথাক্রমে ৩৩৮৪৯, ৬১ ও ১৮। ওড়িশায় একই ক্রম অনুসারে সংখ্যাগুলি হল ১ লক্ষ ৪৫ হাজার ৪৩৫, ৫০০ এবং ২০০। ঝাড়খণ্ডে এই সময় ৮৮ হাজার ৪৩৭ জন পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মী প্রশিক্ষণ পেয়েছেন। (এই পরিসংখ্যানে আগের বছরের সংখ্যাগুলিও অন্তর্ভুক্ত)

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, ওরফে লালন সিং।
 

 

SC/AC/AS


(रिलीज़ आईडी: 2197703) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी