PIB Headquarters
azadi ka amrit mahotsav

কাশি তামিল সঙ্গমম ৪.০

জ্ঞান–ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজকে পুনরায় সংযুক্ত করার এক মহাসম্মেলন

प्रविष्टि तिथि: 01 DEC 2025 11:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ডিসেম্বর ২০২৫

 

মূল বিষয়বস্তু 

কাশি তামিল সঙ্গমম ৪.০ শুরু হচ্ছে ২ ডিসেম্বর ২০২৫, তামিলনাড়ু ও কাশির মধ্যে সুদীর্ঘ সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনকে আরও এগিয়ে নিয়ে যেতে।

এবারের আসরের মূল থিম “তামিল কারকালাম – আসুন তামিল শিখি”, যা সঙ্গমমের কেন্দ্রে এনে রাখছে ভাষাশিক্ষা ও ভাষাগত ঐক্যের ধারণা।

প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে তামিল কারকালাম (বারাণসির স্কুলে তামিল শিক্ষা), তামিল কারপম (কাশি অঞ্চলের ৩০০ ছাত্রছাত্রীর তামিলনাড়ু শিক্ষাসফর) এবং ঋষি অগস্ত্য যানবাহন অভিযান, যা তেনকাসি থেকে কাশির প্রাচীন সভ্যতাগত পথকে অনুসরণ করবে।

৪.০ সংস্করণটির সমাপ্তি হবে রামেশ্বরমে মহাসমারোহে, যা প্রতীকীভাবে কাশি থেকে তামিলনাড়ুর সাংস্কৃতিক পরিক্রমাকে সম্পূর্ণতা দেবে।

এক প্রাচীন বন্ধনের পুনরাবৃত্তি: কী এই কাশি তামিল সঙ্গমম?

উৎস: কাশি তামিল সঙ্গমম ওয়েবসাইট

কাশি তামিল সঙ্গমম ভারতের সাংস্কৃতিক স্মৃতিতে বহু শতাব্দী ধরে বেঁচে থাকা এক সম্পর্কের উদ্‌যাপন। তীর্থযাত্রী, পণ্ডিত, সাধক ও শিল্পীরা যুগে যুগে তামিলনাড়ু থেকে কাশির পথে পা বাড়িয়েছেন, শুধু দূরত্ব অতিক্রম করতে নয়, ধারনা, দর্শন, ভাষা ও জীবন্ত সংস্কৃতি আদান–প্রদানের জন্য। সঙ্গমম সেই ঐতিহ্যেরই পুনর্জাগরণ, যা ভারতীয় সংস্কৃতির মাটিতে নীরবে বোনা রয়েছে শতাব্দীর পর শতাব্দী।

শিক্ষা মন্ত্রকের নেতৃত্বে এবং প্রধান জ্ঞান-অংশীদার হিসেবে IIT মাদ্রাজ ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে, পাশাপাশি রেল, সংস্কৃতি, পর্যটন, বস্ত্র, যুব ও ক্রীড়া-সহ দশটি কেন্দ্রীয় মন্ত্রক এবং উত্তর প্রদেশ সরকারের সহযোগিতায়, এই সঙ্গমম যুক্ত করে শিক্ষার্থী, কারিগর, গবেষক, আধ্যাত্মিক নেতা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের, এবং দুই অঞ্চলের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্যের ঘনিষ্ঠ বিনিময় ঘটায়।

কাশি তামিল সঙ্গমম ৪.০: তামিল কারকালাম – আসুন তামিল শিখি

২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া সঙ্গমম ৪.০ বৃহত্তর সাংস্কৃতিক পরিসরকে আরও বিস্তৃত করছে। এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তামিল ভাষাশিক্ষা, ভাষাভিত্তিক সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা বৃদ্ধিতে।

“তামিল কারকালাম – আসুন তামিল শিখি” থিমটি এই সংস্করণের মূল ভাবনা। এখানে তামিল ভাষাকে ভারতীয় ভাষাপরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়েছে, যেখানে ভাষার বৈচিত্র্য সাংস্কৃতিক ঐক্যকে আরও গভীর করে।

তামিলনাড়ু থেকে সাতটি বিভাগে অন্তর্ভুক্ত ১,৪০০-র বেশি প্রতিনিধি—শিক্ষার্থী, শিক্ষক, লেখক–মিডিয়া, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের মানুষ, বিভিন্ন পেশাজীবী, কারিগর, মহিলা প্রতিনিধি এবং আধ্যাত্মিক পণ্ডিত—কাশির অনুষ্ঠানে অংশ নেবেন।

কাশি তামিল সঙ্গমম ৪.০: প্রধান উদ্যোগসমূহ

১. উত্তর প্রদেশে তামিল শিক্ষা - “তামিল কারকালাম”

বারাণসিতে প্রথমবারের মতো গঠনমূলক তামিল ভাষা-শিক্ষা কর্মসূচি শুরু হচ্ছে।

পঞ্চাশ জন হিন্দিভাষী তামিল শিক্ষক (DBHPS প্রচারক-সহ) ৫০-টি স্কুলে ২–১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠদান করবেন।

তাঁরা আগেই প্রশিক্ষণ নেবেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিকাল তামিল (CICT)-এ।

৩০ জনের ব্যাচে স্বল্পমেয়াদী মৌখিক তামিল কোর্স চলবে, উচ্চারণ, বর্ণমালা, মৌলিক কথোপকথন।

মোট ১,৫০০ শিক্ষার্থী এই কর্মসূচিতে তামিলের প্রাথমিক পাঠ শিখবে।

BHU-র তামিল বিভাগ, CIIL মাইসুরু, IRCTC ও বারাণসী প্রশাসন সমন্বয়ের দায়িত্বে।

২. তামিলনাড়ু সফর—“লার্ন তামিল ইন তামিলনাড়ু”

উত্তর প্রদেশের যুবসমাজের জন্য বৃহৎ পরিসরের ভাষা–সংস্কৃতি পরিচিতিমূলক সফর।

কাশির ৩০০ কলেজ শিক্ষার্থী ১০ দলে তামিলনাড়ু সফরে যাবে।

তাঁরা CICT–চেন্নাইতে ওরিয়েন্টেশন পাবেন, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে তামিল ভাষার ক্লাস ও সাংস্কৃতিক অধিবেশন।

প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অতিথি হিসাবে গ্রহণ করবে এবং ইতিহাস–নির্ভর তামিল–কাশি সংযোগস্থলে স্টাডি ট্যুরের আয়োজন করবে।

সব শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হবে।

৩. ঋষি অগস্ত্য যানবাহন অভিযান (SAVE)

কাশি তামিল সঙ্গমম ৪.০–এর অন্যতম প্রতীকী কর্মসূচি।

অভিযাত্রা শুরু হবে ২ ডিসেম্বর ২০২৫–এ তেনকাসি থেকে
এবং পৌঁছাবে ১০ ডিসেম্বর ২০২৫–এ কাশিতে।

এই যাত্রাপথ অনুসরণ করে প্রাচীন তামিল–ভারতীয় সভ্যতার গভীর সাংস্কৃতিক স্মৃতি।

১.০ থেকে ৪.০: কাশি তামিল সঙ্গমমের যাত্রাপথ

২০২২ সালে প্রথম কাশি তামিল সঙ্গমমের সূচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মধ্য দিয়ে। নভেম্বরের ১৬ তারিখ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত ওই আসরেই এই সাংস্কৃতিক সেতুবন্ধনের ভিত্তি স্থাপিত হয়।

এরপর:

KTS 1.0: বিশাল সাংস্কৃতিক সমাগম
KTS 2.0: অধিকতর জন–অংশগ্রহণ
KTS 3.0: জ্ঞানকেন্দ্রিক ও অগস্ত্য–প্রধান আখ্যান
KTS 4.0: ভাষাভিত্তিক শিক্ষার অগ্রাধিকার

কাশী-তামিল বন্ধনকে শক্তিশালী করা: একটি স্থায়ী সাংস্কৃতিক ধারাবাহিকতা

কাশি – তামিল বন্ধন আরও দৃঢ় করার এক অবিচ্ছিন্ন সাংস্কৃতিক ধারা - চারটি সংস্করণের মধ্য দিয়ে কাশি তামিল সঙ্গমম প্রমাণ করেছে—সংস্কৃতি তখনই রূপান্তরমূলক হয়ে ওঠে যখন তা জীবিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়। ভাষাশিক্ষা, ঐতিহ্যের পরিচর্যা এবং দুই অঞ্চলের মানুষের সরাসরি আন্তঃযোগাযোগ, সব মিলিয়ে সঙ্গমম আজ পরিণত হয়েছে এক স্থায়ী সাংস্কৃতিক ধারাবাহিকতায়।

কাশি তামিল সঙ্গমম ৪.০ ভাষা ও শিক্ষাকে কেন্দ্রে রেখে যে নতুন অধ্যায় শুরু করেছে, তা ভারতীয় ঐক্যের ধারণাকে আরও মজবুত করবে, কাশি ও তামিলনাড়ুর চিরন্তন সম্পর্ককে গভীরতর করবে এবং ভারতের বহুস্তরীয় সভ্যতাকে সমৃদ্ধ করে তুলবে।

তথ্যসূত্র

https://kashitamil.iitm.ac.in/home

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192810

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187556

https://x.com/PIB_India/status/1992118405592441194

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1980376

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/feb/doc2025214502301.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc202562561301.pdf

https://blogs.pib.gov.in/blogsdescrI.aspx?feaaid=81

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192810#:~:text=Sage%20Agasthya%20Vehicle%20Expedition%20from,Kashi%20on%2010th%20December%202025.

https://kashitamil.bhu.edu.in/index.html

https://www.pmindia.gov.in/en/image-gallery/

Click here to see pdf 

 

**
SSS/SS..


(रिलीज़ आईडी: 2197683) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Tamil