বস্ত্রমন্ত্রক
পিএম মিত্র পার্কের প্রচার
प्रविष्टि तिथि:
02 DEC 2025 2:54PM by PIB Kolkata
নতুন দিল্লি ০২ ডিসেম্বর ২০২৫
বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বস্ত্র ক্ষেত্রে রপ্তানী বাড়াবার লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক সংযুক্ত টেক্সটাইল পার্ক প্রকল্প রূপায়ণ করছে। এর আওতায় দেশজুড়ে বিশ্বমানের, অত্যাধুনিক পরিকাঠামো সমন্বিত টেক্সটাইল পার্ক গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পটি ৩১-০৩-২০২১ পর্যন্ত চালু ছিল। নির্মীয়মান প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য এটিকে বর্তমানে টেক্সটাইল ক্লাস্টার ডেভলপমেন্ট স্কীম- টিসিডিএস-এর আওতায় আনা হয়েছে।
এই প্রকল্পে মোট ৫০টি পার্কের অনুমোদন দেওয়া হয়েছে, যারমধ্যে ৩০টি প্রকল্পের কাজ সম্পন্ন। বাকি ২০টি প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে। এপর্যন্ত কেন্দ্রীয় সরকার এবাবদ ১,৫৩২ কোটি টাকা প্রদান করেছে।
এছাড়া সরকার ৭টি রাজ্যে পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ান অ্যান্ড অ্যাপারেল- পিএম মিত্র পার্ক গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এগুলি তামিলনাড়ুর ভিরুদনগর, তেলেঙ্গানার ওয়ারেঙ্গল, গুজরাটের নবসারি, কর্ণাটকের কালাবুরগি, উত্তরপ্রদেশের লক্ষ্মৌ, মধ্যপ্রদেশের ধর এবং মহারাষ্ট্রের অমরাবতীতে গড়ে উঠবে। এজন্য ২০২৭-২৮ সাল পর্যন্ত ৭ বছরের জন্য মোট ৪,৪৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি পিএম মিত্র পার্ক ৩ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
পিএম মিত্র প্রকল্পে উন্নয়নী মূলধন সহায়তা বাবদ তামিলনাড়ু ও মধ্যপ্রদেশকে ৫০ কোটি টাকা করে এবং মহারাষ্ট্র ও তেলেঙ্গানাকে ৩০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। ৭টি পার্কের জন্য বিনিয়োগ সুদ বাবদ ৪২,৪৯১ কোটি টাকা পাওয়া গেছে।
পিএম মিত্র পার্কগুলি বিশ্বমানের। এতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, শ্রমিকদের আবাসন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র সবকিছুরই ব্যবস্থা রয়েছে।
পিএম মিত্র পার্কগুলি বস্ত্রবয়ন ক্ষেত্রে ভারতের প্রতিযোগিতার ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। বিশ্বমানের সংস্থাগুলি ভারতে উৎপাদন করতে আগ্রহী হবে।
কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও এইসব পার্কের বিনিয়োগ সম্ভাবনার প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছে। পার্কে উৎপাদন ইউনিটগুলিকে উৎসাহিত করতে ৩০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া, কিছু রাজ্য বিদ্যুতের বিলে ছাড় ও অন্যান্য উৎসাহদানের কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গে ২টি পার্ক গড়ে উঠতে চলেছে। এগুলি হল-
১. ইআইজিএমইএফ অ্যাপারেল পার্ক লিমিটেড, যার আনুমানিক ব্যয় ১০৭.৫৫ কোটি টাকা। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের অংশ ৩১.৬১ কোটি টাকা।
২. পশ্চিমবঙ্গ হোসিয়ারি টেক্সটাইল পার্ক হাওড়া। আনুমানিক ব্যয় ৭০.১৪ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের অংশ ২৫.২৫ কোটি টাকা।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র।
SC/SD/CS
(रिलीज़ आईडी: 2197656)
आगंतुक पटल : 4