সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
জিও পার্সি প্রকল্পকে জোরদার করতে প্রচারণা কর্মশালার আয়োজন করলো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
प्रविष्टि तिथि:
02 DEC 2025 2:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ ডিসেম্বর ২০২৫
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং মহারাষ্ট্রের প্রাদেশিক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে জিও পার্সি প্রকল্প আরও জোরদার করে তোলার বিষয়ে একটি প্রচারণা কর্মশালা বা অ্যাডভোকেসি ওয়ার্কশপের আয়োজন হল। পার্সি জনসংখ্যার বৃদ্ধি চায় সরকার। এক্ষেত্রে শিশুর জন্ম এবং পরিবার কল্যাণ সংক্রান্ত নানা বিষয়ে সহায়তার নীতি নিয়ে চলা হচ্ছে।
ওই কর্মশালায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক দপ্তরের ডেপুটি ডায়রেক্টর জেনারেল শ্রী অলোক ভার্মা সহ শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিক, পার্সি সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আরও নানা পক্ষ। ন্যাশনাল মাইনরিটিস অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশনের প্রতিনিধিরাও কর্মশালায় যোগ দেন। জনবিন্যাস সংক্রান্ত চালচিত্রে পার্সিদের অবস্থান তথ্য-সমৃদ্ধ পন্থায় ব্যাখ্যা করেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ পপুলেশন সায়েন্সেসের প্রতিনিধিরা। এই নিয়ে গবেষণার জন্য তাদের বিশেষ দায়িত্ব দিয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।
কর্মশালায় পার্সি জনগোষ্ঠীর সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং তাদের আর্থসামাজিক বিকাশে সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2197652)
आगंतुक पटल : 3