যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মোবাইল হ্যান্ডসেট আসল কিনা যাচাইয়ের জন্য প্রতিটি মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টলেশেনের নির্দেশিকা যোগাযোগ মন্ত্রকের

प्रविष्टि तिथि: 01 DEC 2025 6:36PM by PIB Kolkata

নতুন দিল্লি ০১ ডিসেম্বর  ২০২৫

 


নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনার হাত থেকে বাঁচাতে, জালিয়াতির সন্দেহজনক ঘটনা সহজে কর্তৃপক্ষের নজরে আনতে এবং সঞ্চার সাথী উদ্যোগের কার্যকারিতা বাড়াতে কেন্দ্রীয় দূর যোগাযোগ মন্ত্রক ভারতে ব্যবহার করা হবে এমন প্রতিটি মোবাইল সেটের নির্মাতা ও আমদানিকারকদের বাধ্যতামূলকভাবে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টলেশনের নির্দেশিকা জারি করেছে। এই অ্যাপ যাতে ব্যবহারকারীদের চোখে সহজে পড়ে এবং এটি যাতে নিষ্ক্রিয় না করা যায়, তা সুনিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

যে সব মোবাইল সেট ইতিমধ্যেই ভারতে ব্যবহার করা হচ্ছে, সেগুলির ক্ষেত্রে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপ ইনস্টলেশনের জন্য নির্মাতা ও আমদানিকারকদের নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রক। 

৯০ দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করতে এবং ১২০ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। 

সঞ্চার সাথী উদ্যোগ 

সাইবার প্রতারণার মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে দূর যোগাযোগ মন্ত্রক সঞ্চার সাথী উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় সঞ্চার সাথী পোর্টাল ও অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা একটি মোবাইল হ্যান্ডসেট আসল কিনা IMEI নম্বরের মাধ্যমে তা বুঝতে পারবেন। সন্দেহজনক কোনো প্রতারণামূলক মেসেজ পেলে, মোবাইল হারিয়ে গেলে তা চটজলদি কর্তৃপক্ষের নজরে আনা যাবে। এছাড়া, কোনো মোবাইল সংযোগ কার নামে রয়েছে, ব্যাঙ্ক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার সঠিক কিনা, তাও জানা যাবে এই অ্যাপ থেকে। 

ভারতে সেকেন্ডহ্যান্ড মোবাইলের বড় বাজার রয়েছে। সেখানে দেখা যায়, অনেক ক্ষেত্রে ভুয়ো IMEI নম্বর দিয়ে মোবাইল বিক্রি হচ্ছে। এরফলে, ক্রেতারা সংগঠিত অপরাধ চক্রের শিকার হচ্ছেন, তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে। সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে ব্লক করা/ ব্ল্যাকলিস্ট করা IMEI-এর হদিশ পাওয়া যাবে। 

সঞ্চার সাথী মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে:

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে- 
https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi


iOS-এর ক্ষেত্রে 
https://apps.apple.com/app/sanchar-saathi/id6739700695

বিশদে জানতে এই লিঙ্কগুলিতে ক্লিক করুন
X - https://x.com/DoT_India
Insta-  https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://www.youtube.com/@departmentoftelecom

 


SC/SD/CS…


(रिलीज़ आईडी: 2197640) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Odia