PIB Headquarters
azadi ka amrit mahotsav

শ্রমিক বিধি এবং জাহাজঘাটের শ্রমিকদের সুযোগ-সুবিধা

प्रविष्टि तिथि: 28 NOV 2025 1:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৫

 

মূল তথ্য 

জাহাজঘাটগুলি প্রতিষ্ঠান হিসেবে নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

জাহাজঘাটের সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের আইনত অধিকার সুরক্ষিত হবে।

সমস্ত জাহাজঘাট শ্রমিক এখন প্রভিডেন্ভ ফান্ড, পেনশন এবং বিমার আওতায় আছেন।

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও একই সুবিধা পাচ্ছেন।

নতুন শ্রমিক বিধি এবং সামুদ্রিক আইন জাহাজঘাট শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও কল্যাণে বড় পরিবর্তন এনেছে।

জাহাজঘাট শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের অধিকার আরও পোক্ত হয়েছে।

সমুদ্রভিত্তিক কর্মস্থলে শ্রম সংস্কারের নতুন যুগ

কর্মস্থলের মান নির্ধারণে শ্রমিক ও নিয়োগকর্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
নিয়মিত পরিদর্শনও এখন বাধ্যতামূলক। 
যেকোন দুর্ঘটনার খবর দেওয়ার ব্যবস্থা থাকা জরুরি।

শ্রমিকরা এখন নীতিনির্মাণে এবং নিয়মপালন পর্যবেক্ষণেও অংশ নিতে পারে। এতে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা আরও জোরদার হয়েছে।

আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য

এই সংস্কারগুলি ভারতীয় জাহাজঘাট পরিচালনাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সুসংগত করেছে।

আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এবং শ্রমের মানগত স্তরের সঙ্গে সমতা স্থাপিত হয়েছে।
ভারতীয় পতাকাবাহী জাহাজের নিবন্ধন এবং নিয়মপালন আরও উন্নত হয়েছে।

কর্মসংস্থান এবং নিরাপত্তা ব্যবস্থায় স্বচ্ছতা বেড়েছে।
কর্তৃপক্ষ এখন জবাবদিহি করতে বাধ্য। 
নিয়মপালন ও নিরাপত্তা ব্যবস্থা আরও বাস্তবমুখী হয়েছে। এর ফলে আধুনিক ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ তৈরি হয়েছে।

আরও নিরাপদ ও সক্ষম জাহাজঘাট শ্রমিক বাহিনী গঠনের পথে

নতুন শ্রমিক বিধি এবং সামুদ্রিক আইন জাহাজঘাট শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি করেছে।

নিবন্ধন প্রক্রিয়া আরও আইনসঙ্গত হয়েছে।
সামাজিক সুরক্ষা আরও বিস্তৃত হয়েছে।
কার্যকরি প্রক্রিয়া আধুনিক হয়েছে।
নিরাপত্তার মানদণ্ড উন্নত হয়েছে। শ্রমিকদের অংশগ্রহণ বেড়েছে।

এই পরিবর্তনগুলি জাহাজঘাটে আরও নিরাপদ, ন্যায়সঙ্গত এবং ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ তৈরি করবে। এতে বহু বছরের নিয়মনীতি ও শ্রমকল্যাণের খামতি পূরণ সম্ভব হচ্ছে।

পিডিএফে দেখতে এখানে ক্লিক করুন

 

Click here to see in PDF

*****
SSS/RS/...


(रिलीज़ आईडी: 2196182) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil