রাষ্ট্রপতিরসচিবালয়
এনআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
19 NOV 2025 2:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ নভেম্বর ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আদ নতুন দিল্লির ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এনআইটি দিল্লি জাতীয় স্তরে তার জায়গা করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের আধুনিক পরিকাঠামো এবং শিক্ষাগত উৎকর্ষতা নিয়ে সন্তোষপ্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, উন্নত শিক্ষা, উদ্ভাবন, গবেষণা, শিল্পের সঙ্গে যোগাযোগ এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিষ্ঠান পড়ুয়াদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলছে।
রাষ্ট্রপতি বলেন, আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে উন্নত ভারতের লক্ষ্যের দিকে এগোচ্ছি। এই অঙ্গীকার শুধুমাত্র আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশ সুরক্ষা এবং সুস্থিতিশীল উন্নয়নেরও পথ মসৃণ করছে। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, সুগম্য ভারত অভিযান এবং উন্নত ভারত অভিযানের মতো সরকারি উদ্যোগগুলি দ্রুত দেশকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। রাষ্ট্রপতি বলেন, আদর্শ ডিজিটাল গ্রাম গড়ে তোলার ক্ষেত্রে এনআইটি-র মতো প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
শ্রীমতী মুর্মু বলেন, এখানকার স্নাতক পড়ুয়ারা এখন ভারতের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কর্মীবাহিনী হয়ে উঠবেন। শিক্ষা, গবেষণার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের পথ খুঁজে বার করার জন্য পড়ুয়াদের কাছে আবেদন জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ভাষণ পড়তে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc20251119698801.pdf
SC/MP/AS
(रिलीज़ आईडी: 2191773)
आगंतुक पटल : 5