কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে কৃষকদের সহায়তার জন্য নতুন কিছু সিদ্ধান্ত

प्रविष्टि तिथि: 18 NOV 2025 4:14PM by PIB Kolkata

নতুনদিল্লী, ১৮ নভেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই) এর অধীনে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কৃষকদের সহায়তার জন্য নতুন নতুন কিছু সুযোগ যুক্ত করেছে। মন্ত্রক জানিয়েছে,   বন্য প্রাণীর আক্রমণ এবং জলে ধান ডুবে যাওয়ার ফলে ফসলের ক্ষতি হলে, এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই) এর আওতায় কৃষকদের সহায়তা করা হবে।  

সংশোধিত সিদ্ধান্ত অনুসারে বন্য প্রাণীর আক্রমণের কারণে ফসলের ক্ষতি এখন স্থানীয়স্তরে ঝুঁকি বিভাগের অধীনে যুক্ত হয়েছে। রাজ্যগুলি বন্য প্রাণীর কারণে ফসলের ক্ষতি হলে সেই বিষয়ে অবগত করবে।  ফসল বীমা অ্যাপ ব্যবহার করে কৃষকদের জিওট্যাগ করা ছবি আপলোড করে ৭২ ঘন্টার মধ্যে ক্ষতির বিষয়ে জানাতে হবে। 

বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কৃষকদের স্বার্থরক্ষার জন্য স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যার ফলে ফসলের যে ক্ষতি হয় সেই বিষয়টি বিবেচনার আবেদন করা হয়েছে।  পিএমএফবিওয়াই-এর নিয়মাবলীতে তাই প্রয়োজনীয় পরিবর্তন করা হয়। যারফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বচ্ছভাবে ২০২৬-এর খরিফ মরশুমে এই নতুন ব্যবস্থা যাতে কার্যকর হয় সেইদিকটি নিশ্চিত করা হয়েছে। 


দীর্ঘদিন ধরে ভারতের নানা প্রান্তে কৃষকরা হাতি, বন্য শুয়োর, নীলগাই, হরিণ এবং বাঁদরের মতো বিভিন্ন বন্য প্রাণীর উৎপাতে ক্ষতিগ্রস্ত হন। এইসব বন্যপ্রাণী ক্ষেতে ফসলের ক্ষতি করে। মূলত বনাঞ্চল ও বন্য প্রাণীদের করিডোর সংলগ্ন এলাকায় এবং পার্বত্য অঞ্চলের কৃষকরা এই সমস্যার সম্মুখীন হন। বন্যপ্রাণীর কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলে কোনও ধরনের শস্য বীমার আওতায় তারা ক্ষতিপূরণ পান না। পাশাপাশি প্রবল বৃষ্টিপাত ও জলাশয়ের জল উপচে ওঠার ফলে বন্যা প্রবণ ও উপকূলীয় অঞ্চলের রাজ্যগুলির ধানচাষীদের ফসলও ক্ষতিগ্রস্ত হয়। জলের তলায় থাকা ফসলের মূল্যায়ণ যথাযথভাবে করতে না পারার ফলে ২০১৮ সালে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধানচাষ ক্ষতিগ্রস্ত হলেও কৃষকদের বীমার সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, এরফলে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকরা মরশুমী বন্যায় যে ক্ষতির সম্মুখীন হন সেই সমস্যার কোনো সমাধান হয়না । 


পরিস্থিতির পর্যালোচনা করে মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি যে সুপারিশগুলি করেছিল সেই সুপারিশ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান অনুমোদন করায় কৃষকরা উপকৃত হবেন। এরফলে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ছাড়াও হিমালয় সংলগ্ন ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সিকিম ও অরুণাচল প্রদেশের কৃষকরা নতুন সিদ্ধান্তের সুফল পাবেন। 


পাশপাশি পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির ধানচাষীরা হঠাৎ বন্যার কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলে ফসল বীমা যোজনার আওতায় তাঁরাও ক্ষতিপূরণ পাবেন।  


SC/CB/AG.


(रिलीज़ आईडी: 2191668) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Odia , Kannada