প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে অনুষ্ঠিত হল বার্ষিক নৌ শিক্ষা সোসাইটি সম্মেলন ২০২৫

Posted On: 16 NOV 2025 12:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৫

 

বিশাখাপত্তনমের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে ১০-১৩ নভেম্বর বার্ষিক নৌ শিক্ষা সোসাইটি সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কার্যকরী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস অ্যাডমিরাল সি আর প্রবীণ নায়ার। দেশের নৌসেনা স্কুলগুলির প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও নৌ সেনার বিভিন্ন সদর কার্যালয়ের কর্তারা এতে যোগ দেন। 

তাঁর ভাষণে ভাইস অ্যাডমিরাল নায়ার নৌ সেনাকর্মীদের সন্তানদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে নৌ সেনা বিদ্যালয়গুলিতে শিক্ষার সংস্কার ও উৎকর্ষতা বৃদ্ধির গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। সম্মেলনে ২০২৪-২৫ শিক্ষা বর্ষের জন্য এনইএস অ্যাকাডেমিক পুরস্কার তুলে দেন ভাইস অ্যাডমিরাল নায়ার। 

 

SC/MP/NS…


(Release ID: 2190513) Visitor Counter : 7