রাষ্ট্রপতিরসচিবালয়
অ্যাঙ্গোলার ৫০-তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন সমারোহে যোগ দিলেন রাষ্ট্রপতি
Posted On:
12 NOV 2025 7:18AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৫
প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়্যাল গনজালভেস লরেন্সো-র আমন্ত্রনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১১ নভেম্বর অ্যাঙ্গোলার ৫০-তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন সমারোহে যোগ দিলেন। ওই দেশের রাজধানী লুয়ান্ডায় দুই রাষ্ট্রপ্রধান অ্যাঙ্গোলার সামরিক এবং সাংস্কৃতিক সম্পদের বর্ণময় ও প্রাণবন্ত প্রদর্শন প্রত্যক্ষ করেন।
আফ্রিকায় দু দেশ সফরের দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৎসোয়ানার গাবোরন-এ স্যার সেরেৎসে খামা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন। এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সফরে বৎসোয়ানায় গেলেন।
বিমান বন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বৎসোয়ানার মাননীয় রাষ্ট্রপ্রধান অ্যাডভোকেট দুমা গিডিঅন বোকো। ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়।
SC/AC/NS…
(Release ID: 2189149)
Visitor Counter : 10