প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দিল্লির দ্বারকায় বিজয়া দশমী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 24 OCT 2023 7:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ অক্টোবর, ২০২৩

 


সিয়াবর রামচন্দ্র কি জয়

সিয়াবর রামচন্দ্র কি জয়

শক্তি পূজার উৎসব পবিত্র নবরাত্রি উপলক্ষ্যে এবং বিজয় উৎসব বিজয়া দশমীতে সকল দেশবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বিজয়া দশমীর এই উৎসব অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, একগুঁয়েমির বিরুদ্ধে বিনয় এবং আগ্রাসনের বিরুদ্ধে ধৈর্যের জয়ের প্রতীক। অত্যাচারী রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয় উৎসব। 

আমার প্রিয় দেশবাসী,

এবছর আমরা বিজয়া দশমী পালন করছি, যখন দু মাস আগে আমাদের চন্দ্র অভিযান সফল হয়েছে। বিজয়া দশমীতে অস্ত্রপূজা জমি দখলের জন্য নয়, জমি রক্ষার জন্য। নবরাত্রির সূচনায় আমরা শক্তি পুজো শুরু করি, আমরা বলি,

দেবী যিনি সর্বত্র শক্তিরূপে বিরাজমান তাঁকে আমরা প্রণাম করি।

পূজার সমাপ্তিতে আমরা বলি, আমাকে সৌভাগ্য, স্বাস্থ্য, অতুল সুখ, সৌন্দর্য, জয় এবং মর্যাদা দিন, শত্রুকে দূর করুন।

আমাদের শক্তি পূজা শুধুমাত্র নিজেদের জন্য নয়, সমগ্র জীবজগতের স্বাস্থ্য, সুস্থতা, সুখ, জয় এবং মর্যাদার জন্য। আমরা ভগবদ গীতার শিক্ষার সঙ্গে পরিচিত এবং আমরা জানি কীভাবে আইএনএস বিক্রান্ত এবং তেজস তৈরি করতে হয়। আমরা শ্রী রামের মর্যাদা জানি এবং আমাদের সীমান্ত রক্ষা করতেও জানি। 

বন্ধুগণ,

আজ আমরা সৌভাগ্যবান ভগবান রামের বিশাল মন্দির নির্মাণ প্রত্যক্ষ করে। অযোধ্যায় রামনবমীতে মন্ত্রধ্বনি অনুরণিত হবে মন্দিরে। সমগ্র বিশ্বের জন্য আনন্দ নিয়ে আসবে। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মন্ত্র উচ্চারিত রয়েছে – 

ভয় প্রগট কৃপালা, দীনদয়ালা...কৌশল্যা হিতকারী।

রামচরিত মানসে তুলসীদাস লিখেছিলেন –

সগুণ হোহি সুন্দর সকল মন প্রসন্ন সব কের। প্রভূ আগবন জনাব জনু নগর রম্য চহুঁ ফের।

এর অর্থ, যখন ভগবান শ্রী রামের আগমন নিশ্চিত হয়, তখন অযোধ্যা জুড়ে পবিত্রতা ছড়িয়ে পড়তে থাকে। প্রত্যেকে সন্তুষ্ট হয় গোটা শহর উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের দেশে সেই পবিত্রতাই ঘটছে। ভারত চাঁদে বিজয়ী হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দ্বারপ্রান্তে আমরা। এই কয়েক সপ্তাহ আগে নতুন সংসদ ভবনে আমরা প্রবেশ করেছি। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে।

ভারত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত গণতন্ত্র হিসেবে উঠে আসছে। বিশ্ব গণতন্ত্রের এই জননীকে প্রত্যক্ষ করছে। তবে, ভারতকে এখন সতর্ক থাকতে হবে। আজকের রাবণ দহন শুধুমাত্র কুশপুতুল দাহ নয়, যা সমাজের সম্প্রীতি নষ্ট করে তার দহন, যারা ভারত জননীকে ধর্ম এবং জাতির নামে ভাগ করতে চায় তাদের দহন, যারা ব্যক্তিগত লাভের জন্য ভারতের অগ্রহতিকে রোধ করতে চায়, সেই মানসিকতার দহন।

বন্ধুগণ,

আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র বিশ্ব ভারতের উপর নজর রেখেছে, প্রত্যক্ষ করছে আমাদের ক্ষমতা। আমাদের বিশ্রাম নিলে চলবে না। রামচরিত মানসে লেখা আছে যতক্ষণ না ভগবান রামের ভাবনা অনুযায়ী আমরা ভারত গড়তে পারছি, ততক্ষণ কোনো বিশ্রাম নয়। আমাদের উন্নত ভারত গড়তে হবে, যা হবে আত্মনির্ভর, বিশ্ব শান্তিতে অবদান রাখবে, যেখানে প্রত্যেকে সমান অধিকার পাবে তাদের স্বপ্ন পূরণ করার, যেখানে মানুষ সমৃদ্ধি এবং সন্তোষ উপভোগ করবে, এটাই রামরাজ্যের আদর্শ। কিন্তু কীভাবে তা হতে পারে? সেই জন্য বিজয়া দশমীতে আমাদের নাগরিকদের ১০টি সংকল্প নিতে হবে।

প্রথম সংকল্প – আগামী প্রজন্মের জন্য যত বেশি সম্ভব জল সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় সংকল্প – ডিজিটাল লেনদেনে আরও বেশি করে মানুষকে আগ্রহী করে তুলতে হবে।

তৃতীয় সংকল্প – গ্রাম এবং শহরগুলিকে পরিচ্ছন্ন করতে হবে।

চতুর্থ সংকল্প – ভোকাল ফর লোকাল-এর মন্ত্রকে অনুসরণ করতে হবে। ব্যবহার করতে হবে ভারতে তৈরি পণ্য।

পঞ্চম সংকল্প – আমাদের গুণমান সম্পন্ন কাজ এবং পণ্যের দিকে নজর দিতে হবে।

ষষ্ঠ সংকল্প – আমাদের নিজেদের দেশকেই ভালো করে ঘুরে দেখতে হবে।

সপ্তম সংকল্প – প্রাকৃতিক চাষের বিষয়ে কৃষকদের সচেতন করে তুলতে হবে।

অষ্টম সংকল্প – আমাদের সুপার ফুড মিলেট – শ্রীঅন্নকে আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে।

নবম সংকল্প – আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য যোগাসন, খেলা এবং ফিটনেসকে অগ্রাধিকার দিতে হবে।  

এবং দশম সংকল্প – অন্তত একটি দরিদ্র পরিবারের সদস্য হয়ে তাদের সামাজিক মর্যাদা উন্নত করতে হবে।

দেশে একটিও দরিদ্র মানুষ যতক্ষণ থাকবে যাদের মৌলিক সুযোগ সুবিধা নেই, বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, জল, স্বাস্থ্য পরিষেবা নেই ততক্ষণ আমরা শান্তিতে থাকতে পারবো না।

রামচরিত মানসে আছে, হৃদয়ে ভগবান রামের নাম নিয়ে সংকল্প পূরণ করতে চেষ্টা করলে আমরা নিঃসন্দেহে সফল হবো। ভারতের সংকল্প নিয়ে একসঙ্গে উন্নয়নের পথে আসুন আমরা এগিয়ে চলি। ভারতকে নিয়ে যাই ‘শ্রেষ্ঠ ভারত’ করার লক্ষ্যে। এই কামনার সঙ্গে আমি পবিত্র বিজয়া দশমী উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

সিয়াবর রামচন্দ্র কি জয়

সিয়াবর রামচন্দ্র কি জয়

প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দি ভাষায় প্রদত্ত।

 


SC/AP/SKD


(Release ID: 2188314) Visitor Counter : 8