PIB Headquarters
জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি
অন্তর্ভুক্তিমূলক সহায়তার মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করা
Posted On:
07 NOV 2025 3:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ নভেম্বর ২০২৫

সূচনা
১৯৯৫ সালের ১৫ আগস্ট শুরু হওয়া জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি একটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্প , যা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে। গ্রাম উন্নয়ন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত এই কর্মসূচি গ্রামীণ এবং শহুরে - উভয় এলাকায় পরিচালিত হয়, যা সংবিধানে অন্তর্ভুক্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এনএসএপি-এর আওতায় রয়েছে : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক সুবিধা এবং অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিশেষ করে যেসব ভোক্তা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা পাচ্ছেন না তাঁরা।
এনএসএপি ৩.০৯ কোটি উপভোক্তাকে পরিষেবা প্রদান করে, যেখানে প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য উপভোক্তার সংখ্যায় প্রকল্প-ভিত্তিক সর্বোচ্চ সীমা রয়েছে। এর মধ্যে রয়েছে -
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীমের (IGNOAPS) অধীনে ২২১ লক্ষ প্রবীণ ব্যক্তি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কীমের (IGNWPS) অধীনে ৬৭ লক্ষ ভোক্তা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কীমের (IGNDPS) অধীনে ৮.৩৩ লক্ষেরও বেশি উপভোক্তা, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কীমের (NFBS) অধীনে ৩.৫ লক্ষ, অন্নপূর্ণা স্কীমের অধীনে ৮.৩১ লক্ষ ভোক্তা।
প্রবীণ ব্যক্তি, বিধবা এবং দিব্যাঙ্গজনদের সামাজিক সুরক্ষার প্রাথমিক স্তর প্রদান করা।
নির্বাচন পদ্ধতি : বিভিন্ন এনএসএপি প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাগুলি সক্রিয় ভূমিকা পালন করে।
বিতরণ পদ্ধতি : সুবিধাগুলি ডিবিটির মাধ্যমে (৯৪%) প্রদান করা হয়, অর্থাৎ ভোক্তার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অথবা পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে। যেসব চরম পরিস্থিতিতে উপভোক্তা পেনশন নেওয়ার জন্য ব্যাঙ্ক/পোস্ট অফিসে যেতে অক্ষম থাকেন, সেক্ষেত্রে প্রকল্পের নির্দেশিকা অনুসারে বাড়িতে গিয়ে নগদ প্রদানও অনুমোদিত।
পর্যবেক্ষণ পদ্ধতি: রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যেকোনো রাজ্য সরকারের দপ্তরের মাধ্যমে প্রকল্পগুলি বাস্তবায়নের নমনীয়তা রয়েছে, তবে প্রতিটি রাজ্যকে বাস্তবায়ন তদারকি করতে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় করতে রাজ্য স্তরে একজন প্রধান অধিকর্তা নিয়োগ করতে হবে। প্রতিটি ত্রৈমাসিক শেষ হওয়ার পরের মাসের ১৫ তারিখের মধ্যে নির্ধারিত বিন্যাসে ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। অগ্রগতি প্রতিবেদন জমা না দেওয়াকে অগ্রগতির অভাব হিসাবে বিবেচনা করা হবে এবং এর ফলে আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা বন্ধ হতে পারে।
বর্তমানে এনএসএপি (NSAP) পাঁচটি উপপ্রকল্প নিয়ে গঠিত:
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীম (IGNOAPS)
ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কীম (IGNWPS)
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কীম (IGNDPS)
ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কীম (NFBS)
অন্নপূর্ণা স্কীম
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীম (IGNOAPS)
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীম ৬০ বছর বা তার বেশি বয়সী এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের প্রবীণ নাগরিকদের ভারত সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের আওতায়, ৬০ থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার থেকে প্রতি মাসে ২০০ টাকা পান, আর যাদের বয়স ৮০ বছর বা তার বেশি, তাঁদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির নির্দেশিকা অনুসারে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করা হয়, যাতে তারা কেন্দ্রীয় অংশের সমতুল্য বা তার চেয়ে বেশি পরিমাণ টপ-আপ অর্থাৎ অতিরিক্ত অর্থ দিয়ে সহায়তা করে। এই অতিরিক্ত সহায়তা উপভোক্তারা যাতে যৌক্তিক এবং সম্মানজনক আয়ের স্তর পান, তা নিশ্চিত করতে সাহায্য করে। বর্তমানে, বার্ধক্য ভাতার অংশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রতি মাসে ৫০ টাকা থেকে ৫৭০০ টাকা পর্যন্ত টপ-আপ প্রদান করে, যার ফলে অনেক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে প্রায় ১১০০ টাকা পেনশন প্রদান করা সম্ভব হচ্ছে।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কীম (IGNWPS)
এই স্কীমের অধীনে, ৪০ থেকে ৭৯ বছর বয়সী যে সকল বিধবা মহিলা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্য হিসেবে ভারত সরকার দ্বারা চিহ্নিত, তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই বয়সসীমার প্রতিটি যোগ্য উপভোক্তা কেন্দ্রীয় সহায়তা হিসেবে প্রতি মাসে ৩০০ টাকা পান। যে সমস্ত বিধবার বয়স ৮০ বছর বা তার বেশি, তাঁদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ হল, প্রতি মাসে ৫০০ টাকা, যা তাঁদের মৌলিক চাহিদা মেটাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কীম (IGNDPS)
২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কীমের (IGNDPS) অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ২৪৩.৭৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। এই প্রকল্পটি ১৮ থেকে ৭৯ বছর বয়সী এমন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে, যাদের গুরুতর বা একাধিক অক্ষমতা রয়েছে এবং যারা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্য। এই সুবিধাভোগীরা কেন্দ্রীয় সহায়তা হিসাবে প্রতি মাসে ৩০০ টাকা পাওয়ার যোগ্য। যে সমস্ত ভোক্তার বয়স ৮০ বছর বা তার বেশি, তাঁরা প্রতি মাসে ৫০০ টাকা পান, যা তাঁদের দৈনন্দিন প্রয়োজনগুলি সম্মানের সঙ্গে মেটানোর জন্য ধারাবাহিক আর্থিক সহায়তা নিশ্চিত করে।
ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কীম (NFBS)
এই প্রকল্পের অধীনে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী কোনো পরিবারের প্রাথমিক উপার্জনকারী যদি দুর্ভাগ্যজনকভাবে মারা যান এবং তাঁর বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হয়, তবে সেই পরিবারটি এককালীন আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হয়। এই ক্ষতির ফলে তাৎক্ষণিক আর্থিক সঙ্কট মোকাবিলায় সাহায্য করার জন্য পরিবারটি ২০,০০০ টাকা সহায়তা হিসেবে পায়।
অন্নপূর্ণা স্কীম
এর অধীনে, যে সকল প্রবীণ নাগরিক ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীমের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তাঁদেরকে প্রতি মাসে ১০ কেজি খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করা হয়।
বাজেট বরাদ্দ
২০২৫-২৬ আর্থিক বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির বাজেট বরাদ্দ ৯,৬৫২ কোটি টাকা।

২০২৫-২৬ আর্থিক বছরের জন্য এনএসএপি-এর বিভিন্ন উপাদানের অধীনে বরাদ্দকৃত বাজেট :
এখন সম্ভাব্য সকল সুবিধাভোগীর বিস্তারিত তথ্য সম্পূর্ণভাবে ডিজিটাইজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে তাঁদের নাম, ঠিকানা, পেনশন বিতরণের মাধ্যম। পছন্দের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার নম্বর এবং যেখানে যেখানে পাওয়া গেছে সেই মোবাইল নম্বরগুলিও।
এনএসএপি-এর অধীনে এখনও পর্যন্ত মোট ২.৫ কোটিরও বেশি ভোক্তার অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়েছে, যা সুরক্ষিত এবং সরাসরি স্থানান্তর নিশ্চিত করছে। এই তথ্যগুলি www.nsap.nic.in ঠিকানায় অফিসিয়াল এনএসএপি পোর্টালে জনসাধারণের জন্য উপলব্ধ রয়েছে।
এই ডিজিটাল উদ্যোগটি নিশ্চিত করেছে যে, পেনশন যোগ্য ভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হচ্ছে। আধার যাচাইকরণ এবং পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন ভুয়ো প্রবেশ দূর করতে এবং স্বচ্ছতা বাড়াতে সাহায্য করছে।
২০২৫ সালের ১৫ জুলাই মাননীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী এনএসএপি পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেশনের জন্য আধার-ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এই ডিএলসি অ্যাপ্লিকেশনটি উপভোক্তাদের বার্ষিক জীবন যাচাইকরণ প্রক্রিয়াকে সহজ করবে, যা এতদিন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হাতে কলমে করত।
জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে, যা প্রয়োজনীয় নাগরিকদের অত্যাবশ্যক সহায়তা প্রদান করে। এর বিভিন্ন উপাদানের মাধ্যমে - ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কীম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কীম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কীম, অন্নপূর্ণা স্কীম এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কীম - এই কর্মসূচি নিশ্চিত করে যে, প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রাথমিক উপার্জনকারীকে হারানো পরিবারগুলি যেন নিয়মিত আর্থিক সহায়তা এবং খাদ্য সুরক্ষা পায়। আধার-ভিত্তিক যাচাইকরণকে যুক্ত করে এবং সরাসরি সুবিধা প্রদান উৎসাহিত করার মাধ্যমে, এনএসএপি স্বচ্ছতা বাড়িয়েছে, দুর্নীতি কমিয়েছে, এবং লক্ষ লক্ষ সুবিধাভোগীর প্রয়োজনে কল্যাণমূলক পরিষেবা প্রদানকে শক্তিশালী করেছে। সম্মিলিতভাবে, এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ আর্থিক সুরাহা দেয় এবং সমগ্র দেশে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সামাজিক নিরাপত্তা সংযোগ তৈরি করতে অবদান রাখে।
তথ্যসূত্র
Ministry of Rural Development
https://www.dord.gov.in/static/uploads/2024/02/43f6d3ecbd0cf21b1a0c23d80d270e0c.pdf
National Social Assistance Programme
https://nsap.nic.in/
https://nsap.nic.in/circular.do?method=faq#collapse3
https://nsap.nic.in/circular.do?method=faq#collapse12
Manipur State National Informatics Centre
https://manipur.nic.in/news/manipur-awarded-for-100-dbt-for-nsap-by-ministry-of-rural-development/
My Scheme Portal
https://www.myscheme.gov.in/schemes/nsap-ignoaps
Rajya Sabha
https://sansad.in/getFile/annex/268/AU2384_qLzV6d.pdf?source=pqars
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3825_81y9WL.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3882_9TjvAE.pdf?source=pqals
https://sansad.in/getFile/annex/268/AU2384_qLzV6d.pdf?source=pqars
India Budget
https://www.indiabudget.gov.in/doc/eb/sbe87.pdf
PIB Press Release
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152593
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2088996&utm_source
Click here to see PDF
SSS/AS......
(Release ID: 2187954)
Visitor Counter : 5