সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বের শীর্ষ দশটি সমবায়ের মধ্যে প্রথম দুটি স্থান অধিকার করার জন্য আমুল এবং ইফকোকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 04 NOV 2025 10:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ নভেম্বর ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ, বিশ্বের শীর্ষ দশটি সমবায়ের মধ্যে প্রথম দুটি স্থান অধিকার করার জন্য আমুল এবং ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড (আইএফএফসিও) কে অভিনন্দন জানিয়েছেন।

এক্স- হ্যান্ডেলে একটি পোস্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত! বিশ্বের শীর্ষ দশটি সমবায়ের মধ্যে প্রথম দুটি স্থান অধিকার করার জন্য আমুল এবং ইফকোকে আন্তরিক অভিনন্দন। এটি আমুলের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মহিলা এবং ইফকোতে অবদানকারী কৃষকদের অক্লান্ত নিষ্ঠার প্রতি সম্মান। এটি সমবায়ের অসীম সম্ভাবনারও প্রমাণ, যা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সামাজিক ক্ষমতায়ন এবং আত্মনির্ভরতার একটি বিশ্বব্যাপী মডেলে রূপান্তরিত হচ্ছে।”


SC/SB/DM


(रिलीज़ आईडी: 2186636) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu