প্রতিরক্ষামন্ত্রক
কুয়ালালামপুরে দ্বাদশ এডিএমএম – প্লাস এর ফাঁকে প্রতিরক্ষা মন্ত্রী এবং মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রীর বৈঠক
Posted On:
31 OCT 2025 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৫
মালয়েশিয়ার কুয়ালালামপুরে দ্বাদশ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক এডিএমএম – প্লাস এর ফাঁকে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন। একান্ত বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।
দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে একে আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি সহযোগিতা এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা যখন ক্রমশ বেড়ে চলেছে, তখন দুই নেতা পরিস্থিতির মোকাবিলায় একযোগে কাজ করতে সহমত হন।
মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত’কে বিশেষ অগ্রাধিকার দেয়। মুক্ত ও অবাধ ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সুনিশ্চিত করার লক্ষ্যে তাঁরা ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী।
বৈঠকের পর দুই নেতা ভারত – মার্কিন বৃহৎ প্রতিরক্ষা অংশীদারিত্বের খসড়ায় স্বাক্ষর করেন। এই খসড়া আগামী ১০ বছরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।
এক্স বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “এই খসড়া আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও নিবিড় হওয়ার সঙ্কেত। এটি আগামী দশকে আমাদের অংশীদারিত্ব আরও মজবুত করবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হ’ল – প্রতিরক্ষা। মুক্ত, অবাধ ও নিয়ম-ভিত্তিক ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সুনিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ”।
পিট হেগসেথ এক্স বার্তায় বলেছেন, “আমরা নিজেদের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াচ্ছি। আমাদের প্রতিরক্ষা সহযোগিতা এর আগে কখনও এত শক্তিশালী ছিল না”।
SC/SD/SB
(Release ID: 2184872)
Visitor Counter : 6