রেলমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে ৭৬টি যাত্রী অপেক্ষালয় উন্নত করার পরিকল্পনা অনুমোদন করলেন
प्रविष्टि तिथि:
30 OCT 2025 4:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ অক্টোবর ২০২৫
কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে ৭৬টি যাত্রী অপেক্ষালয় উন্নত করার প্রস্তাব অনুমোদন করেছেন। নতুন দিল্লির রেল স্টেশনে যাত্রী অপেক্ষালয়ের সাফল্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত।
প্রত্যেকটি স্টেশনেই একই ধরনের নকশা অনুসৃত হবে এবং নির্মাণ করা হবে স্থানীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখে। কেন্দ্রীয় মন্ত্রী ২০২৬-এর উৎসবের মরশুমের আগে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন।
পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, আসানসোল, ভাগলপুর, যশিডি, দক্ষিণ পূর্ব রেলের রাঁচি, টাটা, শালিমার স্টেশনে এই কাজ হবে। অত্যন্ত ভীড়ের সময়েও যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা ভেবে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। মহিলা এবং পুরুষদের জন্য শৌচাগার, টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং বিনামূল্যে পানীয় জল এবং বসার ব্যবস্থা করা হবে।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2184251)
आगंतुक पटल : 88