ইস্পাতমন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ষান্মাসিকের আর্থিক ফলাফল ঘোষণা সেইল-এর, বাড়ল লাভের অঙ্ক
Posted On:
30 OCT 2025 11:49AM by PIB Kolkata
নতুন দিল্লি ৩০ অক্টোবর ২০২৫
৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া মাসে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ষান্মাসিকের ফলাফল ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত মহারত্ম সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)।
উল্লেখযোগ্য দিকসমূহ :
• উৎপাদিত কাঁচা ইস্পাতের পরিমাণ ৯.৫ মিলিয়ন টন।
• বিক্রি বেড়েছে ১৬.৭ শতাংশ।
• রাজস্বের পরিমাণ ৫২,৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
• কর প্রদানের পর লাভের অঙ্ক দাঁড়িয়েছে ১,১১২ কোটি টাকা। আগের বছর একই পর্বে এই পরিমাণ ছিল ৮৪৪ কোটি টাকা।
এই উপলক্ষে সেইল-এর সিএমডি বলেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ৬ মাসে পরিচালনগত এবং আর্থিক, উভয় ক্ষেত্রেই সাফল্য এসেছে। সেই সঙ্গে উৎপাদনও বেড়েছে। আন্তর্জাতিক ইস্পাত বাজারে অস্থিরতা সত্ত্বেও এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, খরচ কমানোর পাশাপাশি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
SC/MP/CS
(Release ID: 2184116)
Visitor Counter : 5