উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
দায়িত্ব নেওয়ার পর প্রথম তামিলনাড়ু সফরে উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণানকে কোয়েম্বাটোর ও তিরুপ্পুরে উষ্ণ অভ্যর্থনা
Posted On:
28 OCT 2025 7:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫
সেশেলস সফর শেষ করে দেশে ফেরার পর তাঁর প্রথম তামিলনাড়ু সফরে আজ কোয়েম্বাটোর পৌঁছলে, উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটাই তাঁর প্রথম তামিলনাডু় সফর। কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে কোয়েম্বাটোরের কোডিসিয়ায় তাঁকে কোয়েম্বাটোর সিটিজেন ফোরামের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তাঁর ভাষণে উপরাষ্ট্রপতি বিকশিত ভারত নির্মাণে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন। কোয়েম্বাটোরের সঙ্গে তাঁর দীর্ঘ যোগসূত্রের কথা উল্লেখ করে এখানকার মানুষের শিল্প চেতনার প্রশংসা করেন উপরাষ্ট্রপতি।
সন্ধ্যায় তিনি তাঁর নিজের শহর তিরুপ্পুরে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিরুপ্পুর কুমারণ এবং মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপরাষ্ট্রপতি।
২৯ অক্টোবর তিরুপ্পুরে এক সম্বর্ধনা সভায় যোগ দেবেন তিনি। সন্ধ্যায় তিনি মাদুরাইয়ে পৌঁছবেন এবং মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন।
৩০ অক্টোবর উপরাষ্ট্রপতি পুসামপন মুথুরারামালিঙ্গা থেবর জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন।
SC/MP/NS…
(Release ID: 2183658)
Visitor Counter : 2