বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডঃ জিতেন্দ্র সিং চিকিৎসা শিক্ষার পরিবর্তনশীল দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন, ভারতে স্বাস্থ্য পরিষেবা এখন আরও সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের হয়েছে

Posted On: 25 OCT 2025 4:04PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৫ অক্টোবর, ২০২৫

 

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ ভারতে চিকিৎসা শিক্ষার দ্রুত পরিবর্তনশীল দৃষ্টান্ত তুলে ধরেন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এক রূপান্তরমূলক দশকের কথা উল্লেখ করে বলেন যে, ভারতে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস (ইউসিএমএস)-এর ৫৪-তম প্রতিষ্ঠা দিবস এবং কলেজ সমাবর্তনে ভাষণ দিয়ে ডঃ জিতেন্দ্র সিং স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। তিনি তাঁর ভাষণে নতুন প্রজন্মের চিকিৎসকদের তাঁদের পেশায় করুণার পাশাপাশি, উদ্ভাবনকেও অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, গত দশকে ভারতে চিকিৎসা শিক্ষায় এক বিরাট পরিবর্তন দেখা গেছে, মেডিকেল কলেজের সংখ্যা এবং প্রশিক্ষণের সুযোগ অনেকগুন বেড়েছে। "দশ বছর আগে, স্নাতকোত্তর চিকিৎসার জন্য মাত্র ৪৫,০০০ আসন ছিল; আজ এই সংখ্যা প্রায় ১.৫ লক্ষ," তিনি বলেন, এইমসের মতো প্রতিষ্ঠানের সম্প্রসারণের ফলে দেশজুড়ে চিকিৎসা শিক্ষার সুযোগ গণতান্ত্রিক হয়ে উঠেছে এবং আরও বেশি সংখ্যক মেয়েরা চিকিৎসা পেশা গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

ডঃ জিতেন্দ্র সিং ভারতের স্বাস্থ্যসেবা প্রদানের রূপান্তরকে "তিনগুণ - সহজলভ্য, সাশ্রয়ী এবং সহজলভ্য" হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্বাস্থ্যের ক্ষেত্রে রাজ্য-নাগরিক সম্পর্ককে পুনঃসংজ্ঞায়িত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত এবং জন ঔষধি কেন্দ্রের মতো উদ্যোগগুলিকে কৃতিত্ব দিয়েছেন। তিনি পূর্ব-বিদ্যমান রোগগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য স্বাস্থ্য বিমার বিবর্তনের উপর জোর দিয়ে বলেন, এটি "সবচেয়ে মানবিক উদ্ভাবন"।

মন্ত্রী ভারতের জীবন বিজ্ঞান ক্ষেত্রের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী বিশ্বাসযোগ্যতার কথাও তুলে ধরেন। তিনি কোভিড-১৯-এর জন্য বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন এবং জরায়ুমুখ ক্যান্সারের জন্য এইচপিভি ভ্যাকসিন তৈরিতে জৈবপ্রযুক্তি বিভাগের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন যে, ভারত এখন ২০০টিরও বেশি দেশে দেশীয় ভ্যাকসিন সরবরাহ করে।

ভারতের প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক, 'নাফিথ্রোমাইসিন' এবং হিমোফিলিয়ার জন্য সফল জিন থেরাপি ট্রায়ালের মতো সাফল্য ‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’ প্রকাশ করেছে। এই সাফল্যগুলি দেশকে প্রতিরোধমূলক এবং থেরাপিউটিক স্বাস্থ্য পরিষেবাতে নেতা হিসাবে তুলে ধরেছে। ডঃ সিং ইউসিএমএসের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে "সাইলোতে কাজ করার যুগ"-এর অবসান ঘটিয়ে উন্নত ক্লিনিকাল ট্রায়াল এবং গবেষণার জন্য বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

আধুনিক চ্যালেঞ্জগুলির উপর আলোকপাত করে মন্ত্রী বলেন, ডাক্তারদের অবশ্যই "দ্বি-পর্যায়ের রোগের বর্ণালী" (সংক্রামক এবং অসংক্রামক রোগ) মোকাবিলা করতে হবে, পাশাপাশি বার্ধক্যজনিত জনসংখ্যা এবং দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনও মোকাবিলা করতে হবে। তিনি বলেন যে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর একীকরণ - যা তিনি ব্যক্তিগতভাবে টেলি-মোবাইল ক্লিনিকের মাধ্যমে পরীক্ষা করেছেন, তা ইতিমধ্যেই রোগ নির্ণয় এবং রোগীর যত্নকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য প্রস্তুত। তিনি আর বলেন, সহানুভূতির সঙ্গে উদ্ভাবনের সমন্বয়ে একটি হাইব্রিড মডেল তৈরি করতে হবে।

অনুষ্ঠানে ইউসিএমএসের ৫৪ বছরের যাত্রা উপলক্ষে একটি স্মারক প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থী ও অনুষদদের পুরস্কার ও পদক প্রদানও অন্তর্ভুক্ত ছিল।

ডঃ জিতেন্দ্র সিং তরুণ স্নাতকদের স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ গঠনে তাঁদের অনন্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য শেষ করেন। তিনি বলেন, "আজ যাঁরা ডিগ্রি পাচ্ছেন তাঁরা তাঁদের ক্যারিয়ারের শীর্ষে থাকবেন যখন ভারত ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে।" "ভাগ্য আপনাদের একটি সুস্থ, আরও স্বনির্ভর ভারতের স্থপতি হওয়ার সুযোগ দিয়েছে।"

ইউসিএমএস-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক (ডঃ) মহেশ ভার্মার স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজের ডিন অধ্যাপক বলরাম পানি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে ইউসিএমএসের অনুষদ সদস্য, শিক্ষার্থী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে চিকিৎসা শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সরকারের বিস্তৃত দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে।


********

SSS/SB/NS…. 


(Release ID: 2182658) Visitor Counter : 3