অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকারি সিকিউরিটিতে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী পেনশন তহবিলের মূল লক্ষ্য এবং নেট অ্যাসেট ভ্যালুর গণনার সঙ্গে মূল্যায়ণ নির্দেশিকাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য পরামর্শপত্র প্রকাশ করল পিএফআরডিএ

प्रविष्टि तिथि: 21 OCT 2025 7:20PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২১ অক্টোবর, ২০২৫

 

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি- পিএফআরডিএ সরকারি সিকিউরিটিতে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী পেনশন তহবিলের মূল লক্ষ্য এবং নেট অ্যাসেট ভ্যালুর গণনার সঙ্গে মূল্যায়ণ নির্দেশিকাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি সার্বিক পরামর্শপত্র প্রকাশ করেছে। পরিচালন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহক স্বার্থ রক্ষা এবং ভারতের বৃহত্তর আর্থিক ও পরিকাঠামোগত বিকাশে অবদান রাখার যে অঙ্গীকার পিএফআরডিএ করেছে, এই পরামর্শপত্র প্রকাশ তারই প্রতিফলন। 

১৭ অক্টোবর ২০২৫-এ প্রকাশিত এই পরামর্শপত্রে তিনটি মূল উদ্দেশ্য সাধনের জন্য এনপিএস/এপিওয়াই-তে রাখা দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটির জন্য দ্বৈত মূল্যায়ণ কাঠামো (সঞ্চয় এবং ন্যায্য বাজার মূল্য) গ্রহণের প্রস্তাব করা হয়েছে: 

১. সঞ্চয় পর্যায়ে গ্রাহকদের পেনশন সম্পদের মোট জমার সুস্থিত ও সরল ছবি তুলে ধরা।

২. প্রকল্পের নেট অ্যাসেট ভ্যালুর ওপর স্বল্পমেয়াদী সুদের হারের অস্থিরতার প্রভাব হ্রাস করা, কারণ, এই ধরনের অস্থিরতা গ্রাহকদের ওপর তেমন প্রভাব ফেলে না।

৩. পেনশন তহবিলের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী মূলধন গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, যাতে উৎপাদনশীল ও দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সম্পদের তহবিল গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা বৃদ্ধি পায়।

এই পরামর্শপত্রটি পিএফআরডিএ-র ওয়েবসাইটে সবার মতামত ও পরামর্শ প্রদানের জন্য রয়েছে। (https://pfrda.org.in/en/web/pfrda/consultation-papers).

আগ্রহীদের তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে পেশ করতে অনুরোধ জানানো হচ্ছে। 
********

SSS/SD/NS…. 


(रिलीज़ आईडी: 2181463) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Malayalam