প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২৫ ডিসেম্বর পণ্ডিত মদন মোহন মালব্য রচনা সংগ্রহ প্রকাশ করবেন
Posted On:
24 DEC 2023 7:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৩
পণ্ডিত মদন মোহন মালব্যের ১৬২-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ডিসেম্বর বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে তাঁর রচনা সংগ্রহের প্রথম পর্বটি প্রকাশ করবেন। ইংরাজি ও হিন্দিতে এই রচনা সংগ্রহের মোট ১১-টি খন্ড রয়েছে। বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।
অমৃতকালে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা সংগ্রামী ও সেবকদের উপযুক্ত সম্মান জানাতে চান। এই ১১-টি খন্ডে দেশের বিভিন্ন প্রান্তে প্রদত্ত পণ্ডিত মদন মোহন মালব্যের ভাষণ ও লেখা সংকলিত। এছাড়াও রয়েছে – তাঁর অপ্রকাশিত চিঠি, হিন্দি সাপ্তাহিক ‘অভ্যুদয়’ – এর সম্পাদকীয়। ১৯০৭ সালে পণ্ডিত মদন মোহন মালব্য এই সাপ্তাহিক প্রথম প্রকাশ করেন। ১৯০৩ থেকে ১৯১০ সময়কালে আইন পরিষদে পণ্ডিত মদন মোহন মালব্যের ভাষণ এবং ১৯১০ ও ১৯২০ সালে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল – এ তাঁর বিবৃতিও জায়গা পেয়েছে এই সংকলনে। এছাড়াও রয়েছে – বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তাঁর নানা লেখা এবং ১৯২৩ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত লেখা একটি ডায়রি।
মহাত্মা মালব্য মিশন এই রচনা সংগ্রহ প্রকাশের কাজে নিয়োজিত। সাংবাদিক শ্রী রাম বাহাদুর রাই এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। প্রকাশনার দায়িত্বে রয়েছে – তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ।
আধুনিক ভারতের নির্মাতাদের মধ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্য অন্যতম।
SSS/AC/SB…
(Release ID: 2179444)
Visitor Counter : 8
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam