প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী অর্ধ চক্রাসন নিয়ে ভিডিও শেয়ার করলেন

प्रविष्टि तिथि: 15 JUN 2024 9:51AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অর্ধ চক্রাসন বা হাফ হুইল পোস্টার নিয়ে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, যেখানে তিনি সাধারণ মানুষকে এই আসন অনুশীলন করার আহ্বান জানিয়েছেন—সুস্থ হৃদয় এবং রক্ত স্রোত স্থিতীশীল রাখার জন্য।

আন্তর্জাতিক যোগ দিবসের ১০-তম সংস্করণের প্রাক্কালে শেয়ার করা এই ক্লিপে দাঁড়ানো অবস্থায় আসনটি কীভাবে করতে হয় তার ধাপগুলিই ব্যাখ্যা করা হয়েছে, ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল-এ পোস্ট করে লিখেছেন:

“সুস্থ থাকার জন্য চক্রাসন নিয়মিত অনুশীলন করুন। এটি হৃদয়ের জন্য অত্যন্ত উপকারী এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।”

“চক্রাসনের নিয়মিত অনুশীলন শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত সহায়ক। এটি হৃদয়কে সুস্থ রাখে এবং রক্ত সঞ্চালন স্থিতিশীল রাখে।”

 

****

SSS/TM


(रिलीज़ आईडी: 2177654) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam