প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২০২৪ সালের রিপাবলিক সামিটের ভাষণ দিলেন

Posted On: 07 MAR 2024 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র শীর্ষ সম্মেলন ২০২৪-এ ভাষণ দেন, যার মূল প্রতিপাদ্য ছিল “ভারত: পরবর্তী দশক”। তিনি বলেন, বর্তমান দশকই বিকশিত ভারতের সংকল্প পূরণের মাধ্যম, এবং বিশ্ব আজ বিশ্বাস করে—“এটি ভারতের দশক”। “ইয়হি সময় হ্যায়, সহি সময় হ্যায়”- এই সময়কেই উপযুক্ত সময় বলে উল্লেখ করে তিনি বলেন, এই দশক ভারতের সক্ষমতা ও স্বপ্নপূরণের যুগ, যেখানে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে এবং প্রত্যেক নাগরিকের মৌলিক প্রয়োজন—বাড়ি, শৌচাগার, গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট—সুনিশ্চিত হবে। পরিকাঠামোগত উন্নয়নে বুলেট ট্রেন, ফ্রেইট করিডর, এক্সপ্রেসওয়ে ও মেট্রো সংযোগ গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত এক শক্তিশালী গণতন্ত্র হিসেবে আস্থার প্রতীক, বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উন্নয়ন ও ক্ষমতায়ন একসঙ্গে এগিয়েছে—আয়কর ও কর্পোরেট কর হ্রাস, আধুনিক পরিকাঠামোয় রেকর্ড বিনিয়োগ, বিনামূল্যে চিকিৎসা-রেশন, কৃষকদের জন্য বিমা ও আয় বৃদ্ধির পদক্ষেপ, এবং প্রযুক্তি ও দক্ষতায় বিনিয়োগ হয়েছে।

বংশগত রাজনীতির কারণে হারানো সময় পুনরুদ্ধারে দ্রুত গতিতে কাজ করার কথা উল্লেখ করে তিনি সাম্প্রতিক ৭৫ দিনে প্রায় ৯ লক্ষ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানান—যার মধ্যে নতুন এইমস, আইআইটি, আইআইএম, বিদ্যুৎ, পরমাণু, জলবিদ্যুৎ, বন্দর, রেল, সড়ক ও মেট্রো প্রকল্প রয়েছে। কৃষকদের জন্য বিশ্বের বৃহত্তম স্টোরেজ প্রকল্প ও ১৮,০০০ সমবায়ের কম্পিউটারাইজেশন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রশাসনে অভূতপূর্ব গতি এসেছে—যেমন ‘সূর্যঘর মুফত বিজলী যোজনা’ ঘোষণার চার সপ্তাহের মধ্যেই অনুমোদিত ও চালু হয়েছে। তিনি জানান, আগামী ২৫ বছরের পথচিত্রে নির্বাচনী পরিবেশেও উন্নয়ন থামবে না। ‘গত ১০ বছরে মানুষ স্লোগানের বদলে সমাধান দেখেছে,’ বলেন তিনি—খাদ্য নিরাপত্তা, বিদ্যুতায়ন, ৩৭০ ধারা বাতিল থেকে সীমান্ত পরিকাঠামো উন্নয়ন পর্যন্ত সব ক্ষেত্রে গতি এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতি বিশ্ববাসির কৌতূহল বেড়েছে—বেকারত্ব থেকে স্টার্টআপ, মুদ্রাস্ফীতি থেকে স্থিতিশীল অর্থনীতি—সবক্ষেত্রেই দেশ আশাবাদী। তিনি সীমান্ত গ্রাম, যাযাবর ও আধা-যাযাবর জনগোষ্ঠী, রাস্তার বিক্রেতা, দিব্যাঙ্গ ও বিশ্বকর্মাদের জন্য পদক্ষেপের কথাও জানান। শেষে তিনি বলেন, ‘আগামী দশকে ভারত যে উচ্চতায় পৌঁছাবে, তা হবে অভূতপূর্ব—এটাই মোদীর গ্যারান্টি।’

 


SSS/SB/NS


(Release ID: 2177407) Visitor Counter : 8