PIB Headquarters
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক অহিংসা দিবস

Posted On: 01 OCT 2025 11:15AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫

 

উল্লেখযোগ্য দিকসমূহ
>২ অক্টোবর দেশজুড়ে গান্ধী জয়ন্তী এবং গোটা বিশ্বে আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপিত হয়।
>২০০৭-এর জুন মাসে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় অহিংসাকে সর্বজনীন নীতি এবং শান্তি ও সহিষ্ণুতার সংস্কৃতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি প্রস্তাব গৃহীত হয়।
>গান্ধী জয়ন্তীর পাশাপাশি, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কাজাখস্তান এবং নেদারল্যান্ডস-এর মতো দেশগুলিতে আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপিত হয়।

ভূমিকা

২ অক্টোবর গোটা বিশ্ব গান্ধীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে। ভারতে গান্ধী জয়ন্তী এবং ২০০৭-এ ১৪০টি দেশের সমর্থনে গৃহীত রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব মেনে ঐদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপিত হয়।

ঐদিন ভারতের রাজঘাটে সাংস্কৃতিক এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিগত কয়েক বছর ধরে এই দিনটিতে স্বচ্ছ ভারত প্রচারাভিযান চালানো হয়। সেইসঙ্গে,  খাদি পুনরুজ্জীবন এবং গ্রামীণ শিল্পের বিকাশের প্রতীক হিসেবে দিনটিকে তুলে ধরা হয়।

সত্যাগ্রহের জন্ম

পেশাগতভাবে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন অ্যাটর্নি। ১৮৯৩ সালে তিনি তাঁর আইন সংক্রান্ত কাজে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। তিনি প্রিটোরিয়াগামী প্রথম শ্রেণির কোচে ভ্রমণ করছিলেন এবং ঘুমন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে এক সহযাত্রী তাঁর বর্ণ নিয়ে বিদ্রুপ করতে থাকেন।

গান্ধীজিকে প্রথম শ্রেণির কোচ থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা তিনি মানতে অস্বীকার করেন। এর ফলশ্রুতি হিসেবে তাঁকে চরম ঠান্ডার মধ্যে পিটারমারিৎসবার্গ স্টেশনে নামিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে তিনি অন্য একটি ট্রেনে প্রিটোরিয়া পৌছন।

১৯২৬-এ প্রকাশিত তাঁর আত্মজীবনী “দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ” বইতে গান্ধীজি লিখেছিলেন - “আমি যে কষ্টের শিকার হয়েছিলাম, তা ছিল শুধুমাত্র বাহ্যিক — বর্ণবৈষম্য গভীর ব্যাধির একটি লক্ষণ মাত্র। সম্ভব হলে আমার উচিত, সেই ব্যাধিকে নির্মূলের চেষ্টা করা এবং সেই প্রক্রিয়ায় কষ্ট সহ্য করা।”

এরপর, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অন্য ভারতীয়দের সঙ্গেও একই ধরনের বর্ণ-বিদ্বেষমূলক নানা ঘটনার কথা জানতে পারেন তিনি। এর প্রতিবাদে গান্ধীজি সমাজকর্মীদের সংগঠিত করতে থাকেন এবং এই নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। সেই সময় গান্ধীজি “সত্যাগ্রহ” শব্দটি প্রথম প্রয়োগ করেন, যার মধ্যে নিহিত রয়েছে তাঁর রাজনৈতিক দর্শন।

১৯২০ সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখেছিলেন – "অহিংসা মানুষের হাতে থাকা সর্বশ্রেষ্ঠ শক্তি। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক অস্ত্রের চেয়েও তা বেশি শক্তিশালী।"

১৯৩০ সালে ডান্ডি মার্চ কিংবা ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি তাঁর অহিংসার পথে হাজার হাজার ভারতীয়কে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন।

অহিংসার পথে তাঁর এই আন্দোলন নানা দেশে ছড়িয়ে পড়ে। তাঁর মন্ত্রে অনুপ্রাণিত হন আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র এবং দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। 

রাষ্ট্রসঙ্ঘে গান্ধী : পঞ্চম অহিংসা ভাষণ

২০২২-এর সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘে পঞ্চম অহিংসা ভাষণের আয়োজন করেছিল ইউনেস্কো-র সংস্থা মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেনেবেল ডেভেলপমেন্ট (এমজিআইইপি)। এর মূল বিষয়বস্তু ছিল, শিক্ষার মাধ্যমে মানুষের বিকাশ। এতে মহাত্মা গান্ধীর শিক্ষা এবং অহিংসার বার্তাকে তুলে ধরা হয়।

এই ভাষণে অংশ নিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ, বার্নিস কিং (মার্টিন লুথার কিং জুনিয়রের কন্যা) প্রমুখ।

গান্ধীর দর্শনের ভিত্তিতে গৃহীত সরকারি উদ্যোগসমূহ

ভারতের বর্তমান সরকার গান্ধীর দর্শন অনুসরণ করে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। এগুলি হল – স্বচ্ছ ভারত মিশন, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি), স্বামীত্ব প্রকল্প, খাদি ও গ্রামোদ্যোগ, পিএম জনজাতীয় উন্নত গ্রাম অভিযান এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন।

বর্তমান বিশ্বে গান্ধীর প্রাসঙ্গিকতা

হিংসা, সন্ত্রাসবাদ, আর্থিক অসাম্য, অতিমারী এবং জলবায়ু পরিবর্তন সহ আজকের বিশ্বে নানা চ্যালেঞ্জের মোকাবিলায় গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে গান্ধীর অহিংসার দর্শন। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের কাজকর্মের প্রধান ভিত্তি হল গান্ধীর দর্শন। আজ থেকে বহু বছর আগেই তিনি স্যানিটেশন, প্রসূতিদের স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা, দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের বার্তা দিয়ে গেছেন।

আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতা

জি-২০
২০২৩-এ নতুন দিল্লিতে জি-২০ সামিটের সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। প্রধানমন্ত্রী মোদী গান্ধীকে “শান্তি, সেবা, দয়া এবং অহিংসার আলোকবর্তিকা” আখ্যা দিয়েছেন।

গান্ধীজির ঐতিহাসিক রেল যাত্রার প্রতি সম্মান জানিয়ে রেলের কোচ প্রদর্শনী

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বরে নতুন দিল্লির রাজঘাটের গান্ধী দর্শনে মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গীকৃত একটি বিশেষ রেল কোচের উদ্বোধন করেন। এতে মহাত্মা গান্ধীর জীবনের নানা দিক এবং পরম্পরা তুলে ধরা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিনি যে ট্রেন সফর করেছিলেন, তাও এতে তুলে ধরা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধী বহু রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ভারতে ফিরে এসে তিনি তৃতীয় শ্রেণির বগিতে রেল সফর করেছিলেন। উদ্দেশ্য ছিল, গোটা ভারতকে জানা। 

উপসংহার

আন্তর্জাতিক অহিংসা দিবসে গান্ধীজির অহিংসার দর্শন, সত্যবাদিতা এবং সামাজিক ন্যায়কে তুলে ধরা হয়, যা গোটা বিশ্বে আজও প্রাসঙ্গিক হয়ে রয়েছে। বর্তমানকাল এবং ভবিষ্যতেও শান্তি, ন্যায় ও সহমর্মিতায় ভরা বিশ্ব গড়ে তুলতে গান্ধীজির বাণী মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। 

তথ্যসূত্র :
Press Information Bureau:
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040171
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157441
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166952
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158065
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154249
•    https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154293&ModuleId=3#:~:text=The%20SVAMITVA%20(Survey%20of%20Villages,extension%20until%20FY%202025%2D26
•    https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2128085
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123649
•    https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154915&ModuleId=3
•    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148473
Others:
•    https://www.mea.gov.in/press-releases.htm?dtl/31855/Leadership+Matters+Relevance+of+Mahatma+Gandhi+in+the+Contemporary+World+ECOSOC+Chamber
•    https://www.un.org/sg/en/content/sg/statement/2019-09-24/secretary-generals-remarks-the-event-leadership-matters-relevance-of-mahatma-gandhi-the-contemporary-world-delivered
•    https://www.mea.gov.in/press-releases.htm?dtl/31855/Leadership+Matters+Relevance+of+Mahatma+Gandhi+in+the+Contemporary+World+ECOSOC+Chamber
•    https://www.un.org/en/observances/non-violence-day
•    https://ignca.gov.in/Asi_data/1800.pdf
•    https://indianculture.gov.in/photo-archives/gandhiji-satyagrahi
•    https://indianculture.gov.in/digital-district-repository/district-repository/salt-satyagraha-aonla-bareilly-1930
•    https://indianculture.gov.in/gazettes/quit-india-movement-august-december-1942-vol-xiii
•    https://magazines.odisha.gov.in/Orissareview/2014/August/engpdf/27-34.pdf
•    https://x.com/narendramodi/status/1700737664302145794?lang=en
•    https://www.g20.in/ru/media-resources/press-releases/september-2023/raj-ghat.html
•    https://indianembassybrussels.gov.in/mgmemorials.php
•    https://www.indianembassyusa.gov.in/memorial?id=21
•    https://www.eoimadrid.gov.in/mahatma-gandhi-in-spain.php
•    https://eoibelgrade.gov.in/listview/MjI4
•    https://www.indembassybern.gov.in/page/statues-and-busts/
•    https://embassyofindiabangkok.gov.in/eoibk_pages/MzIx
•    https://www.indembastana.gov.in/section/events-photo-gallery/mahatma-gandhi-birth-anniversary-2023/
•    https://www.indianembassynetherlands.gov.in/section/news/over-800-people-participated-in-largest-ever-gandhi-march-on-october-1st-in-the-hague-to-mark-the-international-day-of-non-violence/
•    https://mgiep.unesco.org/article/fifth-ahinsa-lecture-on-education-for-human-flourishing-brings-gandhi-to-life-at-the-un
•    https://press.un.org/en/2025/sgsm22811.doc.htm

পিডিএফ দেখতে নিচে ক্লিক করুন – 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025101654501.pdf

 

SSS/MP/DM


(Release ID: 2176723) Visitor Counter : 30