যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ট্রাই-এর খসড়া টেলি যোগাযোগ (সম্প্রচার এবং কেবল) পরিষেবা আন্তসংযোগ (সমাধানযোগ্য ব্যবস্থা) (সপ্তম সংশোধনী) নিয়ামকসমূহ ২০২৫-এর ওপর মতামত গ্রহণের সময়সীমা বৃদ্ধি
Posted On:
07 OCT 2025 10:42AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ অক্টোবর, ২০২৫
ভারতের টেলিকম নিয়ামক কর্তৃপক্ষের ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ট্রাই-এর খসড়া টেলি যোগাযোগ (সম্প্রচার এবং কেবল) পরিষেবা আন্তসংযোগ (সমাধানযোগ্য ব্যবস্থা) (সপ্তম সংশোধনী) নিয়ামকসমূহ ২০২৫-এর ওপর মতামত গ্রহণের সময়সীমা ইতিপূর্বে ৬ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট করেছিল।
মতামত জমা দেওয়ার এই সময়সীমা বৃদ্ধি করার জন্য কিছু অংশীদারের মতামতকে গুরুত্ব দিয়ে ঠিক হয়েছে ১৪ অক্টোবর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। সময়সীমা বাড়ানোর আর কোনো অনুরোধ গ্রহণ করা হবে না।
যদি কোনো মতামত জানানোর থাকে তা বিশেষত ইলেকট্রনিক ফর্ম মারফৎ @trai.gov.in এবং jtadv-bcs@trai.gov.in -তে জমা করতে হবে। অতিরিক্ত কিছু জানার থাকলে / তথ্যগত কিছু জানতে হলে ডঃ দীপালী শর্মা উপদেষ্টা (বিঅ্যান্ডসিএস) অথবা ট্রাই-এর যুগ্ম উপদেষ্টা (বিঅ্যান্ডসিএস) শ্রীমতি স্বপ্না শর্মাকে যথাক্রমে সংশ্লিষ্ট নম্বর +91-11-20907774 বা +91-11-26701418 যোগাযোগ করা যেতে পারে।
******
SSS/ AB/SG
(Release ID: 2175768)
Visitor Counter : 8