স্বরাষ্ট্র মন্ত্রক
হরিয়ানার কুরুক্ষেত্রে নতুন ফৌজদারি আইন নিয়ে রাজ্যস্তরের প্রদর্শনীর উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের এবং হরিয়ানা সরকারের প্রায় ৯০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
Posted On:
03 OCT 2025 7:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ হরিয়ানার কুরুক্ষেত্রে আজ নতুন ফৌজদারি আইন নিয়ে রাজ্যস্তরের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। সেইসঙ্গে হরিয়ানা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন তিনি।
ভাষণে শ্রী অমিত শাহ বলেন, নায়াব সিং সাইনি সরকারের প্রায় ৯০০ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আটটি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তিনি বলেন, হরিয়ানার উন্নয়নে তাঁদের সরকার চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে হরিয়ানা সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি।
শ্রী শাহ বলেন, মোদী সরকারের চালু করা তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে তথ্য বিনিময়ের লক্ষ্যে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, ২০২৬ সালের পর তিন বছরের মধ্যেই সমস্ত এফআইআর-এর পুরোপুরি নিষ্পত্তি করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আগে হরিয়ানায় শাস্তিদানের হার ছিল প্রায় ৪০ শতাংশ। নতুন আইনের ফলে এই হার দ্বিগুণ বেড়ে ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি।
শ্রী শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী বহু ক্ষেত্রে সংস্কার করেছেন। কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হল, আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় তিনটি নতুন আইন প্রণয়ন। শ্রী শাহ জানান, নতুন আইনে মহিলা ও শিশুদের জন্য একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ই-এফআইআর এবং জিরো এফআইআর চালুর ফলে মহিলাদের আর থানায় যাওয়ার প্রয়োজন নেই। সাত বছর বা তার বেশি সময়ের শাস্তিদানের ক্ষেত্রে সমস্ত অপরাধের ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রথম নতুন ফৌজদারি আইনে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ এবং গণপিটুনির মতো অপরাধের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গে এই প্রথম পুলিশ, বিচার প্রক্রিয়া এবং সাজা ঘোষণার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর-ও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার ডাক ২০৪৭ সালের মধ্যে এক মহান ভারত গড়ার পথ প্রশস্ত করবে। তাঁর কথায়, যদি ১৪০ কোটি ভারতীয় দেশীয় পণ্য ব্যবহার করেন, তবে ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার হয়ে উঠবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আত্মনির্ভরতা এবং দেশীয়করণের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বে প্রতিটি ক্ষেত্রে সামনের সারিতে থাকবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
SSS/MP/NS…
(Release ID: 2174799)
Visitor Counter : 2