প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরসে পথ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন

Posted On: 06 SEP 2024 8:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬  সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হাথরসে পথ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ব্যাক্ত করেছেন। শ্রী মোদী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারবর্গের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে : 

उत्तर प्रदेश के हाथरस में हुई सड़क दुर्घटना अत्यंत पीड़ादायक है। इसमें जिन्होंने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। ईश्वर उन्हें इस कठिन समय में संबल प्रदान करे। इसके साथ ही मैं हादसे में घायल लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की निगरानी में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा है: PM @narendramodi

"প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরসে দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গের জন্য  প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।"

 

 

SSS/AS.....


(Release ID: 2174451) Visitor Counter : 6