উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

আরএসএস-এর শতবার্ষিকীতে উপরাষ্ট্রপতির শুভেচ্ছা, দেশ গড়ার কাজে এই সংগঠনের ভূমিকায় প্রশংসা

प्रविष्टि तिथि: 02 OCT 2025 5:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ অক্টোবর, ২০২৫

 


উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক সংগঠনটি ১০০ বছর পূর্ণ করলো। মানুষ গড়ার কাজে এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং একটি শক্তিশালী ও প্রাণবন্ত সমাজ গড়ার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক হিসেবে স্বয়ংসেবকদের গড়ে তুলতে এই সংগঠনের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তিনি বলেন, ১৯২৫ সালে ডঃ কেশব বলিরাম হেগড়েওয়ারজি এই সংগঠনটি প্রতিষ্ঠান করেন। আরএসএস, প্রজন্মের পর প্রজন্ম ধরে যুব সম্প্রদায়কে শক্তিশালী চরিত্র গঠনে অনুপ্রাণিত করেছে, যাতে তাঁরা স্বেচ্ছায় সমাজের সেবা করেন। সেবা পরম ধর্ম – এই আদর্শে আরএসএস-এর স্বেচ্ছাসেবকরা বন্যা, মহামারী, ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় নিঃস্বার্থভাবে, কোনো ফলের আশা না করে মানুষের সেবা করে গেছেন। সেবা করার এই মানসিকতাই দেশের জন্য এক অমূল্য ও অনন্য উপহার।

উপরাষ্ট্রপতি বলেন, আরএসএস ধর্ম, বর্ণ অথবা ভাষা - কোনো কিছুর বিবেচনা না করে সেবা করে। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ এই ভাবনায় এই সংগঠন পরিচালিত হয়। এর মধ্য দিয়ে আরএসএস-এর সমন্বিত এক ভাবনা প্রতিফলিত হয়। তিনি আরও বলেন, সেদিন আর বেশি দেরি নেই, যখন ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। এই লক্ষ্যপূরণে আরএসএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ সেবার মানসিকতার জন্য আরএসএস-কে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ঐক্য, সম্প্রীতি ও প্রগতির ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 


SC/CB/SKD


(रिलीज़ आईडी: 2174390) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Malayalam