নির্বাচনকমিশন
নির্বাচনী ব্যবস্থার পরিচ্ছন্নতা অব্যাহত
प्रविष्टि तिथि:
19 SEP 2025 3:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দেশের রাজনৈতিক দলগুলি (জাতীয়/রাজ্য/আরইউপিপি) ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা ২৯এ এর বিধান অনুসারে ভারতের নির্বাচন কমিশনে(ইসিআই) নিবন্ধিত। আইনের বিধান অনুসারে, রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত যেকোনো সমিতি একবার রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হলে, প্রতীক, কর ছাড়ের মতো কিছু সুযোগ-সুবিধা এবং ছাড় পায়। রাজনৈতিক দল নিবন্ধনের নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে যে যদি দলটি ৬ বছর ধরে একটানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে দলটিকে নিবন্ধিত দলের তালিকা থেকে বাদ দেওয়া হবে।নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছতর করার জন্য একটি ব্যাপক এবং ধারাবাহিক কৌশলের অংশ হিসেবে, নির্বাচন কমিশন ২০১৯ সাল থেকে দেশব্যাপী নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল(আরইউপিপি) চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার স্বার্থে একটি মহড়া পরিচালনা করছে, এই মহড়ার প্রথম পর্যায়ে, নির্বাচন কমিশন ৯ আগস্ট, ২০২৫ তারিখে যারা টানা ৬ বছর ধরে একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরিহার্য শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে এরকম ৩৩৪টি আরইউপিপি -কে তালিকা থেকে বাদ দেয়।
ধারাবাহিকভাবে, দ্বিতীয় পর্যায়ে, নির্বাচন কমিশন কর্তৃক টানা ৬ বছর ধরে পরিচালিত নির্বাচনে অ-প্রতিদ্বন্দ্বিতা করার ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আরও ৪৭৪টি আরইউপিপি -কে তালিকা থেকে বাদ দেয়। এভাবে, গত ২ মাসে ৮০৮টি আরইউপিপি -কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ৩৫৯টি আরইউপিপি-কে চিহ্নিত করা হয়েছে, যারা গত তিন আর্থিক বছরে (অর্থাৎ ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) নির্ধারিত সময়ের মধ্যে তাদের বার্ষিক নিরীক্ষিত হিসাব জমা দেয়নি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দাখিল করেনি। এগুলি সারা দেশের ২৩টি ভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দল।
কোনও দল যাতে অযথা তালিকাভুক্ত না হয় তা নিশ্চিত করার জন্য, সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের এই আরইউপিপি -গুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে, যার পরে, সংশ্লিষ্ট সিইওদের দ্বারা শুনানির মাধ্যমে দলগুলিকে সুযোগ দেওয়া হবে।
সিইওদের প্রতিবেদনের ভিত্তিতে ভারতীয় নির্বাচন কমিশন যেকোনো আরইউপিপি -কে তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2168918)
आगंतुक पटल : 28