যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
স্বেচ্ছা অবসর নেওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পেনশন সংক্রান্ত নিয়মবিধি
Posted On:
19 SEP 2025 5:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ডাক বিভাগ তার অধীনস্থ কর্মীদের জানিয়েছে যে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের সরকারি গেজেটে পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় পেনশন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইউনিফায়েড পেনশন স্কিমে নিম্নলিখিত সুবিধা পেতে পারেন।
২০ বছর কাজ করার পর স্বেচ্ছা অবসর নেওয়া কর্মীদের মধ্যে ইউপিএস-এর আওতাভুক্ত কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। ইউনিফায়েড পেনশন স্কিমে ২৫ বছর কাজ করার পর পুরোপুরি সুবিধা পেতে পারেন। তবে, ২০ বছর বা তার পরে কাজ থেকে অবসর নেওয়ার পর প্রো-রাটা ভিত্তিতে পেনশন পেতে পারেন। অবসর নেওয়ার পর পেনশন চালুর আগেই পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর বৈধ স্ত্রী বা স্বামী মৃত্যুর দিন থেকেই পারিবারিক পেনশন চালু হয়ে যাবে।
সেক্ষেত্রে ইউপিএস-এর আওতায় আসতে আগ্রহী ডাক বিভাগের কর্মীদের ৩০.০৯.২০২৫-এর মধ্যে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে।
SC/MP/AS
(Release ID: 2168917)