খনিমন্ত্রক
আবাসন ও ক্ষুদ্র শিল্পকে চাঙ্গা করতে খনি ক্ষেত্রে জিএসটি সংস্কার
Posted On:
11 SEP 2025 12:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পৌরোহিত্যে নতুন দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬-তম বৈঠকে সাধারণ মানুষ ও মধ্যবিত্ত শ্রেণীকে স্বস্তি দিতে এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জিএসটি কর হারে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। খনি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত পণ্যগুলির নতুন জিএসটি হার ও কাঠামো, আবাসন শিল্প এবং ক্ষুদ্র শিল্পক্ষেত্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
নতুন হার অনুসারে মার্বেল, ট্র্যাভারনাইট ব্লক ও গ্র্যানাইট ব্লকের ওপর আগেকার ১২ শতাংশের বদলে এবার থেকে ৫ শতাংশ জিএসটি হার প্রযোজ্য হবে। আবাসন শিল্পে বিপুল পরিমাণে মার্বেল ও গ্র্যানাইটের ব্যবহার হয়। ফলে নতুন জিএসটি হারে আবাসন ক্ষেত্র উপকৃত হবে। রাজস্থান, গুজরাট এবং কর্নাটকের মতো রাজ্যগুলিতে গ্র্যানাইট ও মার্বেল উত্তোলন করা হয়।
এছাড়া বেলেচুনের ইঁট ও পাথরের ওপর জিএসটি-র হার কমায় কম খরচের বাড়িগুলির নির্মাণ খরচ আরও কমবে। বিশেষত গ্রামীণ এলাকার মানুষজন এর সুফল ভোগ করবেন। এগুলির ক্ষেত্রেও জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অ্যালুমিনিয়ামের তৈরি দুধের ক্যান, টেবিল, রান্নাঘর অথবা তামার তৈরি গৃহস্থালীর বিভিন্ন উপকরনের উপরেও জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে। এর জেরে এগুলির দাম কমবে এবং চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। পরিবারগুলিও বাসনপত্র্রের খরচে সাশ্রয় করতে পারবে। প্লাস্টিকের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর ও টেকসই উপাদান ব্যবহার করতে পারবে তারা।
পিতলের তৈরি কেরোসিন প্রেসার স্টোভের ওপরেও জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে গ্রামীণ দরিদ্র পরিবারগুলি উপকৃত হবে। তারা অল্প খরচে রান্না করতে পারবে, জ্বালানি সকলের নাগালের মধ্যে পৌঁছবে।
পিতল ও অ্যালুমিনিয়ামের তৈরি হস্তশিল্প, নিকেল/রুপো দিয়ে তৈরি ইলেক্ট্রোপ্লেটেড হস্তশিল্পের ওপরে জিএসটি হার ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। এগুলির সিংহভাগই তৈরি করেন কারিগর এবং ছোট সংস্থাগুলি। জিএসটি-র হার কমায় এদের প্রতিযোগিতার ক্ষমতা বাড়বে, পণ্যগুলি আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছতে পারবে। হস্তশিল্প ভারতের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। তাই জিএসটি-র হার হ্রাস, ভারতীয় সংস্কৃতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’-র প্রসারেও সহায়ক হবে।
দেশে পণ্যের বহুমুখী পরিবহণের ক্ষেত্রে জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হওয়ায় খনি ক্ষেত্র ও খনি শিল্প উপকৃত হবে। বিশেষ করে লৌহ আকরিক বহু দূর থেকে নিয়ে আসতে হয়। এর পরিবহণ ব্যয় কমবে।
SC/SD/NS…
(Release ID: 2165646)
Visitor Counter : 2