সংস্কৃতিমন্ত্রক
সংস্কৃতি মন্ত্রক জ্ঞান ভারতম – এর সূচনা করবে; প্রধানমন্ত্রী পাণ্ডুলিপি বিষয়ক ঐতিহ্যের উপর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন
Posted On:
10 SEP 2025 9:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের পাণ্ডুলিপির ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাইজেশন ও প্রচারের জন্য একটি যুগান্তকারী জাতীয় উদ্যোগ ‘জ্ঞান ভারতম’ – এর সূচনা করবে সংস্কৃতি মন্ত্রক। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ১১-১৩ সেপ্টেম্বর পাণ্ডুলিপির ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার শীর্ষক প্রথম জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে দেশ-বিদেশের পণ্ডিত, বিশেষজ্ঞ, সাংস্কৃতিক কর্মী সহ ১ হাজার ১০০ জনেরও বেশি অংশ নেবেন। এই আলোচনা বিশ্বের সঙ্গে ভারতের পাণ্ডুলিপির ঐতিহ্য সংরক্ষণ ও ডিজিটাইজেশনের জন্য এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। এক সাংবাদিক সম্মেলনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল এ বিষয়ে বিস্তারিত জানান। সংস্কৃতি মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী অমিতা প্রসাদ সারাভাই এবং আইজিএনসি – এর সদস্য সচিব ডঃ সচ্চিদানন্দ যোশীও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
জ্ঞান ভারতম ভারতের ব্যাপক পাণ্ডুলিপির সম্পদ রক্ষা ও তার প্রচারের জন্য এক বিশেষ জাতীয় আন্দোলন হিসেবে চালু হবে। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গীর দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
জ্ঞান ভারতম – এর বিষয়ে সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করা এই উদ্যোগটি ভারতের পাণ্ডুলিপির ঐতিহ্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জ্ঞান ভারতম গ্রন্থাগার, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেসরকারি তত্ত্বাবধায়কদের একটি বিস্তৃত জোটের বাস্তব রূপ। তিনদিনের এই সমাবেশে বিভিন্ন পাণ্ডুলিপির পাঠোদ্ধার, ডিজিটাইজেশন, সংরক্ষণ ও ডক্যুমেন্টেশনের মতো বিভিন্ন ক্ষেত্রে ৮টি কর্মী গোষ্ঠীর মধ্যে আলোচনা হবে।
শ্রী আগরওয়াল বলেন, জ্ঞান সেতু এআই উদ্ভাবন চ্যালেঞ্জে ইতিমধ্যে ৪০টিরও বেশি আবেদন জমা পড়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন। ১৩ সেপ্টেম্বর সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025911633201.pdf
SC/PM/SB
(Release ID: 2165562)
Visitor Counter : 2