প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

একাদশতম সশস্ত্র টর্পেডো ক্ষেপণাস্ত্র (এসিটিসিএম) বার্জ, এলএসএএম ২৫ (ইয়ার্ড ১৩৫) এর উদ্বোধন

Posted On: 09 SEP 2025 10:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

 


থানের সূর্যদীপ্ত প্রজেক্টস প্রাইভেট লিমিটেডে ৮ সেপ্টেম্বর, একাদশতম এসিটিসিএম বার্জ, এলএসএএম ২৫ (ইয়ার্ড ১৩৫)-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল বিশাল বিষ্ণোই, এসিডাব্লুপি অ্যান্ড এ। 

২০২১ সালের ৫ মার্চ, ১১টি সশস্ত্র টর্পেডো ক্ষেপণাস্ত্র বার্জ নির্মাণের বরাত থানের এমএসএমই শিপইয়ার্ড সূর্যদীপ্ত প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে দেওয়া হয়েছিল। এই বার্জগুলি সম্পূর্ণ দেশীয় ডিজাইনে তৈরি। ভারতীয় জাহাজ ডিজাইন সংস্থা এবং ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং-এর সহযোগিতায় শিপইয়ার্ড এগুলি তৈরি করেছে। এগুলি সমুদ্রে চলাচলের উপযুক্ত কি না, বিশাখাপত্তনমের নৌ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে (এনএসটিএল) তার পরীক্ষা হয়। শিপইয়ার্ড এপর্যন্ত ১০টি বার্জ তৈরি করেছে, সেগুলি ভারতীয় নৌবাহিনী ব্যবহার করছে।

এই বার্জগুলি ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রয়াসের উজ্জ্বল দৃষ্টান্ত।

 


SC/SD/SKD


(Release ID: 2164975) Visitor Counter : 2