প্রতিরক্ষামন্ত্রক
সেশেলস ছাড়ল ভারতের ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন
प्रविष्टि तिथि:
05 SEP 2025 2:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর, ২০২৫
আইএনএস তির, আইএনএস শার্দুল এবং আইসিজিএস সারথিকে নিয়ে গঠিত ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন ৪ সেপ্টেম্বর সেশেলস-এর পোর্ট ভিক্টোরিয়া ত্যাগ করে। ভারতের নৌ সেনা এবং সেশেলসের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বিনিময়ের অংশ হিসেবে ৪ দিনের সফরে গিয়েছিল এই স্কোয়াড্রন। সফরকালে বিভিন্ন ধরনের পেশাগত মত বিনিময়, প্রশিক্ষণ এবং সামাজিক আদান-প্রদান সহ দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।
স্কোয়াড্রনের সিনিয়র অফিসার ক্যাপ্টেন তিজো কে জোসেফ এবং আইএনএস শার্দুল ও আইসিজিএস সারথির কম্যান্ডিং অফিসার সেশেলসের বিদেশ ও পর্যটন মন্ত্রী সিলভেসটার রাদেগোন্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। ফার্স্ট স্কোয়াড্রনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে ভারতীয় বংশোদ্ভূত, কূটনীতিক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ভারতীয় নৌ সেনা এবং সেশেলসের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারতীয় নৌ সেনার কর্মীরা সেশেলসের উপকূল রক্ষী বাহিনীর ঘাঁটি এবং সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
ভারতের মহাসাগর (মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস) ভাবনার আঙ্গিকে সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ও আঞ্চলিক অংশীদারিত্বকে মজবুত করার অঙ্গীকার করেন দুই দেশের নৌ সেনা ও প্রতিরক্ষা কর্মীরা।
SC/MP/NS…
(रिलीज़ आईडी: 2164281)
आगंतुक पटल : 14