পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ২০ তম আন্তর্জাতিক সুস্থায়িত্ব শিখর সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ভাষণ

Posted On: 02 SEP 2025 11:59AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৫


নতুন দিল্লিতে সিআইআই – আইটিসি সেন্টার অফ এক্সেলেন্স ফর সাস্টেনেবল ডেভলপমেন্ট-এর পক্ষ থেকে ২০ তম আন্তর্জাতিক সুস্থায়িত্ব শিখর সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ এই সম্মেলনে যোগ দিয়ে ভারতের যাত্রাপথকে স্থিতিশীল, পুনরুত্থানকারী এবং দায়িত্বশীল বিকাশের লক্ষ্যে বলে ব্যাখ্যা করেন। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় শিল্প মহাসংঘ (সিআইআই)-এর ডিজি চন্দ্রজিৎ ব্যানার্জী এবং সংগঠনের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট সঞ্জীব পুরী। ১০ টি দেশের শিল্প ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সম্মেলনে যোগ দিয়েছেন। 

বিদেশি অভ্যাগতদের উদ্দেশে শ্রী যাদব বলেন, পরিবেশবান্ধব সুস্থিতির সঙ্গে অর্থনৈতিক অগ্রগতির গভীর সমতা রক্ষাই ভারতের উদ্দেশ্য। বিশ্ব বাণিজ্যে বর্তমান অস্থিরতা, নীতিগত অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক সংঘর্ষ এবং প্রথমসারির অর্থনৈতিক দেশগুলির  মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক বিনিয়োগে বাধার ফলে সামগ্রিকভাবে এক ভঙ্গুর পরিবেশের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত দেশগুলিকে একযোগে সুস্থায়িত্বের ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থনীতিভিত্তিক সমাধানসূত্র নির্ণয়ের আহ্বান জানিয়ে সদর্থক কর্মসূচি গ্রহণের কথা বলেন। যার লক্ষ্য হবে চক্রাকার আর্থিক মডেল, পরিবেশবান্ধব ব্যবস্থা, অনুরূপ  নির্মাণ প্রক্রিয়া, সর্বোপরি দায়িত্বশীল কাজের লক্ষ্যে ব্যবহারগত পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া। শ্রী যাদব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিরও উল্লেখ করেন। দেশজুড়ে পরিবেশ বান্ধব নিরীক্ষার প্রথাগত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ২৯ অগাস্ট ভারত সরকার এনভায়রণমেন্ট অডিট রুলস ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই সঙ্গে ২৯ অগাস্ট গ্রীণ ক্রেডিট প্রোগ্রাম নিয়ে পরিমার্জিত প্রণালী সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিরও উল্লেখ করেন তিনি। এই গ্রীণ ক্রেডিট কর্মসূচি সদর্থক ও পরিবেশগত পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে বলে তিনি জানান।  সংশোধিত বন আইনের উল্লেখ করে তিনি বলেন, নতুন চালু হওয়া ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন ২০২৫ ক্রিটিক্যাল ধাতব ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যপূরণের পথ করে দেবে। বনাঞ্চল এলাকায় সরকারি এবং বেসরকারি উদ্যোগের এই জাতীয় ধাতব খননের ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে সংশোধিত আইন। 

ভারতের বৃহত্তর সুস্থায়িত্বের ক্ষেত্রে সাফল্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করেছে। সেই সঙ্গে পরিবেশবান্ধব ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রয়াসকেও তা নেতৃত্ব দিচ্ছে। তিনি বলনে, ভারত অন্যতম অগ্রণী দেশ যা বর্ধিত পণ্য দায়িত্ব ক্ষেত্রে এক বিস্তৃত পরিকাঠামো গড়ে তুলেছে। পরিবেশ বান্ধব সুস্থিতির পথে চোখ রেখে বর্জ্য ব্যবস্থাপনাকে সুনিশ্চিত করা হচ্ছে।
‘মিশন লাইফ’, ‘এক পেঢ় মা কে নাম’ প্রভৃতি উদ্ভাবনমূলক প্রচারাভিযানের লক্ষ্যই হল বনাঞ্চলের প্রসার। এক্ষেত্রে ভারতের অগ্রগতি কার্বন নির্গমণের মাত্রাকে কমিয়ে আনছে। ভারতের এই পথ দক্ষিণী বিশ্বের দেশগুলির কাছে সুস্থায়ী, অন্তর্ভুক্তিমূলক, বাস্তবোচিত মডেল হিসেবে স্বীকৃতি পেতে পারে বলে তিনি জানান। 

রূপান্তরমূলক এই যাত্রা পথে শিল্পক্ষেত্র এবং আন্তর্জাতিক অংশীদারদের সংঘবদ্ধ যৌথ প্রয়াস গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। তাঁর আশা, এই শিখর সম্মেলনের আগামী ২ দিন অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে রূপান্তরমূলক পথ নির্ণয়ের বিষয়ে আলোচনা হবে যা এক নতুন দিকচিহ্ণ হিসেবে সূচিত হবে।
 


SC/AB/SG


(Release ID: 2163026) Visitor Counter : 6