লোকসভা সচিবালয়
শ্রীলঙ্কা ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ এবং ‘ভিশন সাগর’ নীতির মূল অংশীদার : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
Posted On:
28 AUG 2025 7:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২৫
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংসদ ভবন কমপ্লেক্সে ২৪ সদস্যের শ্রীলঙ্কা-ভারত সংসদীয় মৈত্রী সংগঠনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধি দলে নেতৃত্ব করছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য এবং জনযোগাযোগ মন্ত্রক ও শ্রীলঙ্কা-ভারত সংসদীয় মৈত্রী সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর নলিন্দা জয়াতিসা।
শ্রী ওম বিড়লা বলেন, ভারত ও শ্রীলঙ্কা গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত সম্পর্কের বন্ধনে বাঁধা। আজ এই বন্ধন দৃঢ়, বহুমাত্রিক অংশীদারি সম্পর্কে বিকাশ লাভ করেছে। ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ এবং ‘ভিশন সাগর’ নীতিতে শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বিনিময় সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, এপ্রিল ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফর এবং ২০২৪-এর ডিসেম্বরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক-এর ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক রচনা করেছে।
শ্রীলঙ্কার সংসদে ভারত-শ্রীলঙ্কা সংসদীয় মৈত্রী সংগঠন স্থাপন শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের এক সাক্ষ্য স্বরূপ। উভয় দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে দুদেশের সংসদের মধ্যে নিয়মিত বার্তালাপ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভারতীয় সংসদে কৃত্রিম মেধানির্ভর প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের ব্যবহার স্বচ্ছতা, দক্ষতা এবং কাজের স্বাচ্ছন্দ্যের প্রসার ঘটিয়েছে। সেইসঙ্গে কাগজবিহীন কার্যক্রমও প্রসার লাভ করেছে।
ডক্টর নলিন্দা জয়াতিসা শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় প্রথম সাড়া দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান। ভারত-মহাসাগরীয় এলাকায় শান্তি এবং সুস্থিতি সুনিশ্চিত করতে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে ভারতের সহযোগিতাকে অত্যন্ত উপযোগী বলেও তিনি আখ্যা দেন।
শ্রীলঙ্কার সংসদীয় প্রতিনিধি দল ৩০ আগস্ট পর্যন্ত পাঁচদিনের ভারত সফরে এসেছেন। এই প্রতিনিধি দলে ২০ জন সংসদ সদস্য এবং ৪ জন সংসদ কর্মী রয়েছেন।
SC/ AB /AG
(Release ID: 2161827)
Visitor Counter : 16