অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)আধিকারিকদের “ অপারেশন রেইনবো”তে দিল্লিতে প্রায় চল্লিশ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

Posted On: 26 AUG 2025 8:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ অগাস্ট, ২০২৫

 

ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)আধিকারিকরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিল্লির মেহরৌলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করেছে। “ অপারেশন রেইনবো”— এই  অভিযানে আধিকারিকরা মেহরৌলির বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়।  তল্লাশিতে বেশ কিছু খেলনা সামগ্রীর মধ্যে মোট ৩০৯৫.৫ গ্রাম কোকেন, ৪৪২১ গ্রাম হাসিস, ট্যাবলেটের মাধ্যমে এমডিএমএ ১৩০৫.৫ গ্রাম এবং ৪৬ গ্রাম অ্যাম্ফেটামাইন উদ্ধার হয়েছে। এগুলির মোট বাজার দর ৪০ কোটি টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যগুলি ট্যাবলেট বা ছোট ছোট প্যাকেটে ক্যুরিয়ারের মাধ্যমে পাচার করার প্রস্তুতি নেওয়া হয়। এই ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে ১৯৮৫ সালের এনডিপিএস আইনে আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।  

 

SC/CB/DM


(Release ID: 2161102)
Read this release in: English , Urdu , Hindi , Malayalam