ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত নতুন করে গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার
Posted On:
26 AUG 2025 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২৫
সামগ্রিকভাবে খাদ্য সুরক্ষা এবং অসাধু মজুতদারী রুখতে ব্যবসায়ী/খুচরো ও পাইকারি ব্যবসায়ী এবং অন্যদের জন্য গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার।
৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ব্যবসায়ী/খুচরো বিক্রেতারা সর্বোচ্চ ২ হাজার মেট্রিক টন গম মজুত করতে পারবেন। আগে এই সীমা ছিল ৩০০০ মেট্রিক টন। পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে প্রতিটি আউটলেটে গম মজুতের পরিমাণ ১০ মেট্রিক টন থেকে কমিয়ে ৮ মেট্রিক টন করা হয়েছে। অন্যদিকে, বিগ চেইন পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রেও প্রতিটি আউটলেটে এই সীমা রাখা হয়েছে ৮ মেট্রিক টন পর্যন্ত।
সমস্ত মজুতকারীকে প্রতি শুক্রবার গম মজুতের পরিমাণ পোর্টালে (https://foodstock.dfpd.gov.in) নথিভুক্ত করতে হবে।
২০২৪-২৫ উৎপাদন বর্ষে দেশে মোট ১১৭৫.০৭ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে। এই মুহূর্তে দেশে পর্যাপ্ত গম মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্যগুলির এজেন্সি/এফসিআই-এর মাধ্যমে ২০২৫-২৬ এ ৩০০.৩৫ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করেছে।
SC/MP/SB
(Release ID: 2160953)