শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
২০২৫ সালের জুন মাসে ১৯ লক্ষ ৩৭ হাজার নতুন কর্মী ইএসআই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছেন
Posted On:
21 AUG 2025 4:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৫
ইএসআইসি-র দেওয়া অস্থায়ী বেতন সংক্রান্ত তথ্য থেকে জানা যায় যে, ২০২৫ সালের জুন মাসে ১৯ লক্ষ ৩৭ হাজার নতুন কর্মী এই প্রকল্পে যুক্ত হয়েছেন।
২০২৫ সালের জুন মাসে ৩৪,৭৬২টি নতুন প্রতিষ্ঠানকে ইএসআই প্রকল্পের সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়েছে।
প্রাপ্ত তথ্য থেকে লক্ষ্য করা গেছে যে, জুন মাসে যুক্ত হওয়া ১৯ লক্ষ ৩৭ হাজার নতুন কর্মীর মধ্যে ৯ লক্ষ ৫৮ হাজার কর্মীর বয়স ২৫ বছর পর্যন্ত। এই সংখ্যা মোট নথিভুক্ত হওয়া কর্মচারীর প্রায় ৪৯.৫০%।
এছাড়াও তথ্য থেকে আরও জানা গেছে যে ২০২৫ সালের জুন মাসে ৪ লক্ষ ১৩ হাজার মহিলা সদস্য নতুনভাবে এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন। সমাজের প্রতিটি অংশের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ইএসআইসি যে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ।
বেতনভিত্তিক এই তথ্য অস্থায়ী কারণ, তথ্য প্রস্তুত একটি ধারাবাহিক প্রক্রিয়া।
SC/PM/NS…
(Release ID: 2159282)