মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে সমুদ্রে মৎস্যচাষে জলবায়ু পরিবর্তনের প্রভাব

Posted On: 20 AUG 2025 1:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অগাস্ট, ২০২৫

 


ভারতে ২০২০-২১ অর্থবর্ষের তুলনায়, ২০২৩-২৪ অর্থবর্ষে সামুদ্রিক মৎস্যপালনে অগ্রগতি নজরে এসেছে। ২০২০-২১ অর্থবর্ষে ৩৪.৭৬ লক্ষ টন মাছ ধরা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে ৪৪.৯৫ লক্ষ টনে পৌঁছায়। সেন্ট্রাল মেরিন ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটস – সিএমএফআরআই জানিয়েছে, ভারতের সমুদ্রে যথেষ্ট মাছ রয়েছে। ২০২২ সালের সমীক্ষা অনুসারে ১২৩ ধরনের মাছের মধ্যে ৯১.১ শতাংশ মাছই ভারতীয় জলসীমার মধ্যে দেখা গেছে। ন্যাশনাল ইনোভেশন ইন ক্লাইমেট রেজিলেয়েন্ট এগরিকালচার – এনআইসিআরএ পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা এবং কেরালায় মাছ চাষের বিষয়ে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষায় জলবায়ু পরিবর্তনের ফলে কী কী পরিবর্তন দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কীধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এই যোজনার আওতায় উপকূলবর্তী অঞ্চলে ১০০টি গ্রামে মৎস্য চাষের বিষয়ে নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি গ্রামে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় ৫৮টি মৎস্য বন্দরের আধুনিকীকরণের কাজ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট গ্রামগুলিতে সাগর মিত্রদের নিয়োগ করা হয়েছে যারা মৎস্যজীবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন মৎস্য, পশুপালন ও ডেয়ারি প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান।

 


SC/CB/SKD


(Release ID: 2158458)
Read this release in: English , Urdu , Hindi , Tamil